মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেরা ৫ টি অ্যাপস

  মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেরা ৫ টি অ্যাপস। সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার সাথে পেজের কন্টেন্ট তৈরিতে ভিডিও এডিটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় । হাতের মুঠোয় যখন স্মার্টফোনে আছে গোটা দুনিয়া তখন আর চিন্তা কি। মোবাইলে বিশেষ অ্যাপস ব্যবহারে আপনি নিজেই তৈরি করতে পারবেন কন্টেন্ট।

মোবাইল-দিয়ে-ভিডিও-এডিটিং-করার-সেরা-৫-টি-অ্যাপস

যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান আজকের আর্টিকেলটি শুধু তাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও এডিটিং করার সেরা ৫টি অ্যাপ সম্পর্কে। চলুন তাহলে জেনে আসি।

পেজ সূচিপত্র ঃ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেরা ৫ টি অ্যাপস

KINEMASTER ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপস হলো kinemaster . এটি একটি প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যাপস এর মতোই কাজ করে তাই এর সুবিধা খুব বেশি। এখানে যে সকল ফিচার রয়েছে সেগুলো ভিডিও এডিটিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সব ধরনের ফিচার কাইনমাস্টারের রয়েছে।

আপনি অ্যান্ড্রয়েড ফোনেও কম্পিউটার কিংবা ল্যাপটপ এর মতই কাইন মাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন।চলুন জেনেনি কি কি সুবিধা আছে  kinemaster অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করার ।

মাল্টি লেয়ার এডিটিংঃ ব্যবহারকারীদের ভিডিও চিত্র পাঠ্য স্টিকার এবং আরো অনেক কিছুর সাথে কাজ করার অনুমতি দেই। অনেক জটিল ভিডিও তৈরি করার জন্য এই বৈশিষ্ট্য গুলি খুবই গুরুত্বপূর্ণ ।

ভিডিও ইফেক্টঃ অ্যাপসটিতে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট যেমন ট্রানজেকশন,অ্যানিমেশন ভিজুয়াল এবং অডিও ইফেক্ট প্রদান করে যা আপনি আপনার ভিডিওগুলিকে আরো বেশি আকর্ষণীয় করতে পারবেন।

অডিও সম্পাদনা ঃ আপনি আপনার ভিডিওর মধ্যে অডিও ট্র্যাকগুলি সামঞ্জস্য এবং সম্পাদনা করতে পারবেন। এরমধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ওভার এবং সাউন্ড ইফেক্ট এগুলি আপনি যোগ করতে পারবেন।

স্টিকার ও ইমোজি ঃ অ্যাপসটি স্টিকার এবং ইমোজি অফার করে থাকে যা আপনি ভিডিওগুলিতে যোগ করতে পারবেন। এই ইমোজিগুলো আপনার ভিডিও কে আরো আকর্ষণীয় করে তুলবে ।

আরো পড়ুন ঃ অনলাইনে ঘরে বসে ইনকাম করার ১০টি উপায়

ক্রোমা- কি (সবুজ স্ক্রিন)ঃ ক্রোমা কি আপনার ভিডিওর এক স্তর থেকে আরেক স্তরে রং সরাতে সাহায্য করে। এটা সাধারণত সবুজ চিত্র বা ভিডিও দিয়ে প্রতিস্থাপন করে।

গতি নিয়ন্ত্রণ ঃ স্লো-মোশন বা ফ্যাক্ট-মোশন ইফেক্ট তৈরি করতে আপনি আপনার ভিডিও ক্লিপ গুলি্র গতি সামঞ্জস্য করতে পারবেন। কাইনমাস্টার থেকে একমাত্র এত সুন্দরভাবে গতি নিয়ন্ত্রণ করা যায়।

ভয়েস রেকর্ডিং ঃ আপনার ভিডিওতে বর্ণনা বা ভাস্য যোগ করতে আপনি সরাসরি অ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর পাশাপাশি আপনি ভয়েস দিতে পারবেন।

ক্লিপ স্ট্রিম এবং স্লিপটঃআপনার ভিডিওর অবাঞ্চিত অংশগুলি মুছে ফেলা এবং ভিডিওগুলিকে সঠিকভাবে ট্রিমিং এবং বিভক্ত করার অনুমতি দেই এই কাইনমাস্টার অ্যাপসটি।

INSHOT ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস

Inshot apps হলো সবচেয়ে জনপ্রিয় মোবাইল ভিডিও এবং ফটো এডিটিং অ্যাপস , যা সোশ্যাল মিডিয়া , ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মের বিষয়বস্তু তৈরি এবং সম্পাদনা করার জন্য অফার করে থাকে।

Inshot দিয়ে ভিডিও এডিটিং করার জন্য প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অ্যাপসটি install করুন । এরপর আপনি ভিডিও এডিট করবেন না ফটো এডিট করবেন না কয়েকটা ছবিকে একটা ছবি বানাবেন, এখানে তিনটা অপশন আছে। তো মূলত আমরা আজ আলোচনা করব ভিডিও এডিটিং সম্পর্কে ।

ভিডিও এডিটিংঃ চলুন ভিডিও এডিটিং সম্পর্কে জানি ;

  • ভিডিও ট্রিম ,কাট এবং স্লিপ্ট করুন ।
  • একটিতে একাধিক ভিডিও ক্লিপ মাজ করুন।
  • ভয়েসওভার ও শব্দ প্রভাব করুন।
  • ভিডিওতে Inshot এর লাইব্রেরি থেকে সংগীত যোগ করুন।

ছবি সম্পাদনা

  • ছবি ক্রপ ও রিসাইজ করুন
  • আপনার ছবি উন্নত করতে ফিল্টার করুন।
  • ফটোতে স্টিকার , টেক্সট ও ইমোজি যুক্ত করুন।

রুপান্তর করুনঃ

  • ভিডিও ক্লিপগুলির মধ্যে বিভিন্ন রুপান্তর প্রভাব এড করুন।
  • সময়কাল এবং শৈলী কাস্টমাইজ করুন।

পাঠ্য এবং স্টিকারঃ

  • পাঠ্য যোগ করুন এবং ফন্ট কালার অ্যানিমেশন কাস্টমাইজ করুন।
  • ভিডিও এবং ফটোতে স্টিকার , ইমোজি যুক্ত করুন।

ফিল্টার এবং প্রভাবঃ

  • ভিডিওর বিষয়বস্তু উন্নত করতে ফিল্টার ,রঙ এবং প্রভাব প্রয়োগ করুন।
  • ফিল্টার এবং প্রভাবের তীব্রতা ঠিক রাখুন

সঙ্গীত ও শব্দ প্রভাবঃ

  • আপনার ডিভাইস থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করুন
  • মিউজিক ট্রাকগুলি ভলিউম ঠিক করুন।

গতি নিয়ন্ত্রণঃ

  • সৃজনশীল প্রভাবের জন্য ভিডিওর প্লেব্যাক গতি ঠিক রাখুন ।

ভিডিও এবং ছবির কোলাজঃ

  • একাধিক ভিডিও এবং ফটো তৈরি করুন।
  • বিভিন্ন টেনপ্লেট এবং লেআউট থেকে চয়ন করুন ।

ক্রপিং এবং রিসাইজ করাঃ

  • বিভিন্ন আকৃতির অনুপাত এর সাথে মানানসের ভিডিও এবং ফটো ক্রপ করুন ।
  • নির্দিষ্ট সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের জন্য সামরিক আকার পরিবর্তন করুন ।

ভিডিও এবং ছবির প্রভাবঃ

  • আপনার সামগ্রীতে বিশেষ প্রভাব যেমন গ্লিচ, স্পার্কেল এবং আরো অনেক কিছু যোগ করুন।

FILMORA ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস

ভিডিওগ্রাফির চাহিদার সাথে সাথে, দিন দিন বাড়ছে কনটেন্ট  ক্রিয়েটরদের সংখ্যা । প্রয়োজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর নির্মাতাদের ভিডিও এডিটিং সম্পর্কে সহজ ও সঠিক গাইড লাইন। ফিলমোরা ভিডিও এডিটিং অ্যাপসটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই সহজলভ্য। অনেক সহজে কোন ঝামেলা ছাড়া আপনি FILMORA অ্যাপসটি থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এ ছাড়াও FILMORA অ্যাপসটি দিয়ে 4k ভিডিও সম্পাদনা করা সম্ভব, তবে সেক্ষেত্রে মোবাইলে চাইতে ডেস্কটপ বা ল্যাপটপে ভালো হবে। আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা বা কাজ না জানার ঝামেলা ছাড়া তাহলে আপনি FILMORA সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন ।চলুন জেনেনি কিভাবে FILMORA এডিটিং  করা যায়।

ভিডিও এডিটিং ঃ

  • ভিডিও ট্রিম, কাট এবং স্লিপট করুন।
  • একটিতে একাধিক ভিডিও ক্লিপ মাজ করুন ।
  • স্লোও মোশান ও ফ্যাট মোশান সহ ভিডিও গতি ঠিক রাখুন।

রূপান্তর প্রভাবঃ

  • ভিডিও ক্লিপ গুলির মধ্যে বিভিন্ন রূপান্তর প্রভাব যুক্ত করুন।
  • পরিবর্তনের সময়কাল এবং শৈলী কাস্টমাইজ করুন।

পাঠ্য এবং স্টিকারঃ

  • স্টিকার ইমোজি এবং জিআইএফ অন্তর্ভুক্ত করুন ।
  • বিভিন্ন ফন্ট  ,কালার এবং অ্যানিমেশন সহ ভিডিওগুলি পাঠ্য যুক্ত করুন।

অডিও সম্পাদনাঃ

  • অডিও কীফ্রেম এবং শব্দ অপসারণ মত বৈশিষ্ট্য সহ অডিও শুকনো টিউন করুন।

সংগীত এবং শব্দ প্রভাবঃ

  • ভিডিওতে শব্দ প্রভাব গুলির লাইব্রেরী অ্যাকসেস তৈরি করুন ।
  • আপনার নিজের অডিও ফাইল আমদানি করুন।

ভিডিও রপ্তানিঃ

  • বিভিন্ন ফরমেটিং এবং রেজোলিউশনে ভিডিও রপ্তানি করুন।
  • এই ভিডিওগুলি সরাসরি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করুন।
মোবাইল-দিয়ে-ভিডিও-এডিটিং-করার-সেরা-৫-টি-অ্যাপস

CAPCUT ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস

CAPCUT হলো একটি বিনামূল্যের অল ইন ওয়ান ভিডিও এডিটিং টুলস। এটি উচ্চমানের দৃশ্য আকর্ষণীয় ভিডিও এবং গ্রাফিক্স ডিজাইন তৈরি করার জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে থাকে।  এমনকি CAPCUT সমস্ত ভিডিও উৎপাদনের চাহিদা পূরণ করে। মৌলিক ভিডিও, স্টাইলিং এবং  সংগীতের বাইরে,এতে কী ফ্রেম অ্যানিমেশন ,বাটারি স্মুথ স্লো-মোশান,স্মারট স্ট্যাবিলাইজেশন,মাল্টি মেম্বার এডিটিং এর মত উন্নত বৈশিষ্ট্য রয়েছে, এর সব কিছুই আপনাকে বিনামূল্যে প্রদান করে।

আজকে আমরা জানবো CAPCUT  দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করা যায় ।আর এর সুযোগ সুবিধা গুলো কি।

আরো পড়ুন ঃ ঝাপসা ছবি স্পষ্ট করার ৮ টি উপায়

ভিডিও এডিটিংঃ

  • ভিডিও ট্রিম, কাট এবং স্লিপট করুন।
  • একটিতে একাধিক ভিডিও ক্লিপ মাজ করুন ।
  • স্লোও মোশান ও ফ্যাট মোশান সহ ভিডিও গতি ঠিক রাখুন।

রূপান্তর এবং প্রভাব ঃ

  • ভিডিও ক্লিপ গুলোর মধ্যে বিভিন্ন রূপান্তর প্রভাব এড করুন।
  • সময়কাল এবং শৈলী কাস্টমাইজ করুন।

পাঠ্য এবং স্টিকারঃ

  • বিভিন্ন ফন্ট , কালার এবং অ্যানিমেশন আপনার ভিডিওতে পাঠ্য যুক্ত করুন ।
  • স্টিকার ইমোজি এবং জিআইএফ অন্তর্ভুক্ত করুন।
  • চাইলে আপনার নিজের ইমেজ ব্যবহার করে কাস্টমার করতে পারেন।

ফিল্টার এবং প্রভাবঃ

  • আপনার ভিডিও উন্নত করতে ফিল্টার ব্যবহার করুন।
  • ফিল্টার এবং প্রভাবের তীব্রতা ঠিক রাখুন।

সংগীত এবং শব্দ প্রভাবঃ

  • আপনার CAPCUT  এর লাইব্রেরী থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করুন । 
  • আপনার ভিডিও উন্নত সাউন্ড এফেক্ট যুক্ত করুন।

অডিও স্তরঃ

  • উন্নত ভিডিও  তৈরি করতে ক্রোমা কি (সবুজ পর্দা) ব্যবহার করুন।

কীফ্রেম অ্যানিমেশনঃ

  • অবস্থান, স্কেল এর মতো বৈশিষ্ট্য গুলোর জন্য কীফ্রেম সেট করে অ্যানিমেশন তৈরি করুন।

ভিডিও এবং ছবির কোলাজঃ

  • একাধিক ভিডিও এবং ফটো সহ ক্লাস তৈরি করুন।
  • বিভিন্ন ট্রেন প্লেট এবং লেআউট থেকে চয়ন করুন।

ক্রপিং এবং রিসাইজ করুনঃ

  • বিভিন্ন আকৃতির অনুপাত এর সাথে মিল রেখে ভিডিও এবং ফটো ক্রপ করুন।
  • নির্দিষ্ট সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের জন্য সামগ্রিক আকার পরিবর্তন করুন।

রপ্তানি এবং ভাগ করুনঃ

  • বিভিন্ন রেজুলেশনে ভিডিও রপ্তানি করুন।
  • বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করুন।

VIVA VIDEO PRO ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস

Viva Video সফটওয়্যার টি হল এন্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও এডিটিং করার সেরা এবং সহজে একটি অ্যাপস । এই অ্যাপস এর মাধ্যমে খুব সহজে আপনি নিজের ইচ্ছা মত ভিডিও এডিটিং করতে পারবেন। এই অ্যাপসটি এন্ড্রয়েড ফোন ইউজারদের কাছে ভীষণ জনপ্রিয়। আপনি যদি ভিডিও কনটেন্ট বানিয়ে থাকেন তাহলে অবশ্যই Viva Video অ্যাপস সম্পর্কে জানা আছে।

Viva Video একটি ফ্রি ভার্সন ও পেইড ভার্সন সফটওয়্যার। ফ্রি ভার্সন থেকে আপনি ভিডিও এডিট করতে পারবেন। আর আপনি যদি ইচ্ছা করেন ইউনিক কিছু আপনার ভিডিওতে রাখতে চান তাহলে আপনি পেইড ভার্সন নিতে পারেন। এই অ্যাপটি খুব সহজেই প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে চলুন জেনে নেয়া যাক Viva Video থেকে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সে নিয়মগুলি সম্পর্কে একটু জেনে আসি।

ভিডিও এডিটিংঃ

  • ভিডিও ট্রিম, কাট এবং স্লিপট করুন।
  • স্লোও মোশান ও ফ্যাট মোশান সহ ভিডিও গতি ঠিক রাখুন।

রূপান্তর এবং প্রভাব ঃ

  • ভিডিও ক্লিপ গুলির যোগ করতে বিভিন্ন রূপান্তর এবং প্রভাব বেছে নিন।
  •  আপনার ভিডিও উন্নত করতে ফিল্টার যোগ করুন ।
  • কাস্টম প্রভাব এবং রূপান্তর করুন।

পাঠ্য এবং শিরোনাম;ঃ

  • কাস্টমাইজ ফন্ট, কালার এবং অ্যানিমেশন ভিডিওগুলির পাঠ্য শিরোনামে এড করুন।
  • সহজে পূর্ণ ব্যবহারের জন্য পাঠ্য টেমপ্লেট তৈরি করুন।

অডিও সম্পাদনাঃ

  • অডিও কি ফ্রেমিং শব্দ কমানো এবং অডিও স্বাভাবিকভাবেই তৈরি করার জন্য অডিও সম্পাদনা করুন।

উন্নত সম্পাদনা সরঞ্জামঃ

  • উন্নত ভিডিও কম্পোজিং এর জন্য ক্রমা কি ( সবুজ পর্দা) ব্যবহার করুন।
  • উন্নত রং সম্পাদনা করুন।

মাল্টি ক্যাম্প সম্পাদনাঃ

  • অন্যান্য ক্যামেরা থেকে ফুটের সম্পাদনা করুন।
  • রিয়েল টাইমে বিভিন্ন ক্যামেরার মধ্যে সুইচ করুন

স্থিতিশীলতা এবং গতি নিয়ন্ত্রণঃ

  • ক্যামেরার ফুটেজ নড়বড়ে, ঝাকানো থেকে স্থিতিশীল করুন।
  • নির্ভুলতার সাথে গতি ঠিক রাখুন।

অডিও মিক্সারঃ

  •  ভিডিওর মধ্যে অডিও প্রভাব প্রয়োগ করুন।
  • ভয়েস এর পাশাপাশি অডিও যোগ করুন।

ক্রপিং এবং রিসাইজ করুনঃ

  • বিভিন্ন আকৃতির অনুপাত এর সাথে মিল রেখে ভিডিও এবং ফটো ক্রপ করুন।
রপ্তানি এবং ভাগ করুনঃ

  • বিভিন্ন রেজুলেশনে ভিডিও ভাগ করুন।
  • tiktok , youtube এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করুন।

মোবাইল-দিয়ে-ভিডিও-এডিটিং-করার-সেরা-৫-টি-অ্যাপস

উপসংহার ঃ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেরা ৫ টি অ্যাপস

আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে শেয়ার করলাম মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সেটা পাঁচটি এপস সম্পর্কে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াই ভিডিও তৈরি করেন, এক কথায় যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলটি থেকে জানতে পারবেন কিভাবে সহজ উপায়ে আপনি নির্ভুল ও নিখুঁতভাবে ভিডিও তৈরি করতে পারবেন।

প্রিয় পাঠক, আশা করি আজকের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনি যদি ভাল একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই অ্যাপসগুলো দিয়ে ভিডিও এডিটিং করবেন আশা করি আপনার ভিডিওগুলি অন্যদের তুলনায় অনেক কোয়ালিটি ফুল হবে। ধৈর্য ধরে এতক্ষন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url