চুলের যত্নে মেহেদি পাতার উপকারিতা ও ব্যবহার পদ্ধতি

   চুলের যত্নে মেহেদি পাতার  উপকারিতা ও ব্যবহার পদ্ধতি।চুল আমাদের সবার ভীষণ প্রিয় একটি অংশ।আর চুলের যত্নে মেহেদি পাতার  উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি।নিয়মিত মেহেদি পাতা ব্যবহারে আপনার মাথার ত্বক ঠাণ্ডা থাকবে তার পাশাপাশি নতুন চুল গজাবে,চুল লম্বা করবে,চুল পরা রোধ করবে ইত্যাদি।

চুলের-যত্নে-মেহেদি-পাতার-উপকারিতা-ও-ব্যবহার-পদ্ধতি

আজকে আমরা আলোচনা করবো চুলের যত্নে মেহেদি পাতার  কি কি  উপকারিতা রয়েছে তার পাশাপাশি মেহেদি পাতা কিভাবে চুলে লাগাতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানবো। প্রিয় বন্ধুরা চলুন তাহলে জেনে নেয়া যাক।

পেজ সূচিপত্র ঃ চুলের যত্নে মেহেদি পাতার  উপকারিতা ও ব্যবহার পদ্ধতি

চুলের যত্নে মেহেদি পাতার  উপকারিতা

চুলের স্বাস্থ্য ঠিক রাখতে মেহেদি পাতা ভীষণ কার্যকারী ।চুল পড়া সমস্যা আমাদের নিত্যদিনের ।আর এ সমস্যার হাত থেকে বাঁচতে  আমরা চুলে বিভিন্ন রকম হেয়ার প্যাক কিনে ব্যবহার করি ।কিন্তু আপনি জানেন কি টাকা খরচ না করেও আমরা প্রাকৃতিক ভাবে ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে পারি? হ্যাঁ ঠিক ভেবেছেন মেহেদি পাতা।মেহেদি পাতা এতটায় উপকারি চুলের যত্নে যে আপনার শুধু চুলের স্বাস্থ্য ভালো রাখবেনা বরঞ্চ আপনার মাথার ত্বকের জন্য অনেক উপকার করবে।

মেহেদি পাতা মাথার ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধান করতে পারে।বাজারে কিনতে পাওয়া যায় এমন মেহেদি গুড়ো কিনবেন নাহ কারন সেগুলোতে রাসায়নিক উপাদান থাকে যা আপনার চুলের জন্য ক্ষতিকর হবে।এ জন্য প্রাকৃতিক মেহেদি পাতা ব্যবহার সম্পূর্ণ নিরাপদ ও চুলের জন্য উপকারি।

এ ছাড়াও আরো অনেক উপকারিতা আছে মেহেদি পাতার আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো । চলুন জেনেনি বিস্তারিত।

চুল পড়া রোধ করে মেহেদি পাতা

চুলের নানা ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো চুল পড়া। অনেক কারণে আমাদের চুল পড়ে থাকে। যেমন হরমোন জনিত সমস্যা, কোষ মরা সহ ইত্যাদি কারণ হতে পারে। চুল পড়া সমস্যা নিয়ে আমরা প্রায়ই অনেকেই ভুলে থাকি। আর আমরা চাইলে কিন্তু চুল পড়া সমস্যা রোধ করতেও পারি। যদি আমরা একটু সচেতন হই আর চুলের একটু যত্ন নিই তাহলে অবশ্যই আমাদের চুল পড়া রোধ করা সম্ভব।

আরো পড়ুনঃ  কাঁচা হলুদের ১৫টি কার্যকারী গুনাগুন ও উপকারিতা

আর এই চুল পড়া রোধ করতে আমাদের বাড়তি টাকা খরচ করতে হবে না। প্রাকৃতিক উপায়ে বাসায় থাকা মেহেদী গাছ থেকে এর সমাধান পেতে পারি। আপনি যদি সপ্তাহে.১ দিন মেহেদী পাতা পেস্ট করে অলিভ অয়েল তেল এর সাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন ।২৫-৩০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে যদি একদিন আপনি এই মিশ্রণটি লাগাতে পারেন তাহলে চুল পড়ার সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।

চুলের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে

চুলের ঘনত্ব বলতে আমরা নতুন চুল গজানো কেই বুঝি। আমাদের অনেকের  চুল অনেক পাতলা হয়ে থাকে। এটা জন্মগত হোক বা অন্য কোন কারণে হোক। এখন এই পাতলা চুলকে আমরা মেহেদী পাতা ব্যবহারের মাধ্যমে ঘন করে তুলতে পারি। অর্থাৎ মেহেদী পাতা নতুন চুল গজাতে ভীষণ কার্যকারী। প্রতি সপ্তাহে আপনি একবার মেহেদী পাতার মিশ্রণ আপনার চুলে ব্যবহার করুন।

পাতলা চুলে মেহেদি পাতা ব্যবহারে অনেক উপকার পাবেন। যার ফলে আপনার মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করবে ও চুলের ঘনত্ব বৃদ্ধি করবে। নিয়মিত যদি মেহেদী পাতা  ব্যবহার করেন তাহলে আপনার চুল হবে ঘন ও উজ্জ্বল।

চুলের গোঁড়া মজবুত ও লম্বা করে

চুল পড়া সমস্যা নিয়ে নাজেহাল আমরা প্রায় সবাই। নতুন চুল গজানোর থেকে চুল পরে বেশি। চুলের প্রয়োজনীয় পুষ্টি হ্রস পেলে এমন সমস্যায় ভুগতে হয়। বাইরে থেকে চুল ঝকঝকে মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কিনা সেদিকে নজর রাখা প্রয়োজন আমাদের। এই চুলের গোড়া মজবুত করার জন্য আমরা বিভিন্ন রকম শ্যাম্পু , সিরাম ব্যবহার করে থাকি। তারপরেও চুলের গোড়া মজবুত করতে আমরা ব্যর্থ হই।

তবে এই চুলের গড়া মজবুত ও লম্বা করতে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে মেহেদী পাতার ব্যবহার করতে পারেন। চুলের যত্নে মেহেদি পাতা ভীষণ কার্যকারী একটি উপাদান। সপ্তাহে অন্তত একদিন মেহেদী পাতা লাগালে চুলের পুষ্টি ফিরে আসবে এবং চুল গোড়া থেকে মজবুত ও লম্বা হবে। যার ফলে চুল পড়ার পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। তাই চুলের যত্নে অবশ্যই আমাদের মেহেদী পাতা ব্যবহার করতে হবে।

মেহেদি পাতা চুলের কন্ডিশনার হিসাবে কাজ করে

প্রতিদিনের ধুলোময়লায় চুল অতিরিক্ত রুক্ষ ও ড্রাই হয়ে যায়। চুল কোমল মসৃণ করতে আমরা কিছু কত কিছুই না করে থাকি। অনেক নামিদামি শ্যাম্পু, কন্ডিশনার , এছাড়াও বিদেশি অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। এতে হয়তো প্রাথমিকভাবে সমস্যার সমাধান হয়, কিন্তু তাদের দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যায় না। তাছাড়া রাসায়নিক দ্রব্য মিশরিত এর সকল প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ ও ডেমেজ হয়ে যায়।

চুল সুন্দর ও কোমল রাখতে মেহেদি পাতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘরোয়া বিভিন্ন উপকরণ দিয়ে বাড়িতেই মেহেদির মিশ্রণ তৈরি করে চুলে লাগাতে পারেন। এতে চুলের ক্ষতি হওয়ার কোন ভয় থাকে না। এমনকি আপনাকে এর জন্য  বারতি টাকাও খরচ করতে হয় না। তাই ঝলমলে ও সিল্কি চুল পেতে নিয়মিত মেহেদী পাতার মিশ্রণ ব্যবহার করুন।

চুলের অকালপক্বতা রোধ করে

অল্প বয়সে চুল পেকে যাওয়া এটি আরেক সমস্যা। এই চুল পাকা রোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে মেহেদী পাতা। নিয়মিত মেহেদী পাতা ব্যবহার করলে যেমন চুলের গোড়া মজবুত হয় চুল পড়া কমে তেমনি চুলের অকালপক্কতা রোধ করে। চুলের পরিচর্যায় মেহেদি পাতা খুবই জনপ্রিয়।

আপনি যদি চুলের অকালপক্ক তাই ভেবে থাকেন তাহলে সপ্তাহে একদিন মেহেদী পাতার সাথে আরো কিছু মিশ্রণ এড করে ব্যবহার করে দেখুন। আশা করি ভালো ফলাফল পাবেন। কালো চুল কিন্তু লাল হয় না মেহেদি পাতা ব্যবহার করলে। তবে আপনার পেকে যাওয়া চুল গুলো লাল হবে।

চুলের-যত্নে-মেহেদি-পাতার-উপকারিতা-ও-ব্যবহার-পদ্ধতি

চুলের খুশকি দূর করতে মেহেদি পাতা

অতিরিক্ত চুল করার আরেকটি কারণ হলো খুশকি। খুশকি আমাদের মাথার ত্বককে নষ্ট করে দেয়। চুল পড়ার সমস্যা বা চুলের যত সমস্যা সকল সমস্যার সমাধান পেতে হলে আগে খুশকি কমাতে হবে। খুশকির ফলে চুল ড্যামেজ হয়ে যায়, চুল দেখতে ভালো লাগে না। এই খুশকি দূর করার জন্য আমরা অনেকেই বিভিন্ন নামিদামি প্রসাধনী ব্যবহার করে থাকি। তারপরও দেখা যায় যে শীতকাল আসলে আমাদের মাথা খুশকিতে ভর্তি হয়ে যায়।

আরো পড়ুন ঃ সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি খাওয়ার উপকারিতা

আর এই খুশকি দূর করার উপায় হলো মেহেদী পাতা। এই সমস্যার অন্যতম সমাধান দিতে পারে মেহেদী পাতা। মেহেদী পাতার সাথে আপনি অ্যালোভেরা মিক্স করে ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন করবেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে ১৫ দিন পর পর একদিন এই মিশ্রণটি ব্যবহার করবেন। খুশকি একা একা গায়েব হয়ে যাবে।তার সাথে আপনার মাথার ত্বক সুস্থ থাকবে এবং চুল ও ঝলমলে ও মজবুত হবে।

চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার পদ্ধতি

মেহেদি পাতায় রয়েছে প্রোটিন এবং ন্যাচার আন্টি অক্সিডেন্ট। চুলের নানাবিদ সমস্যা ও খুশকি সহ নানাবিদ সমস্যার সমাধান হলো প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে মেহেদি পাতার ব্যবহার। তবে এই মেহেদি পাতা কিভাবে ব্যবহার করতে হয় তা হয়তো আমরা অনেকেই জানিনা। আজকে আমরা জানবো চুলের যত্নে মেহেদী পাতা ব্যবহারের সঠিক পদ্ধতি সমূহ।

মেহেদি পাতা, জবা ফুল, লেবুর রস ও মেথি

  •  ২ টেবিল চামচ মেহেদী পাতার পেস্ট
  • চার থেকে পাঁচটি জবা ফুল
  • 2 টেবিল চামচ লেবুর রস
  • সামান্য পরিমাণ মেথি

সব উপকার গুলো একসাথে পেস্ট করে নিন। এরপর পুরো মাথার চুলে আগাগোড়া লাগিয়ে নিন। 1 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন, এসব উপকরণ মাথায় দেওয়ার পরে রোদে গিয়ে মাথা শুখাবেন নাহ । জবা ফুল ব্যবহারে চুল পড়া কমবে এবং চুলকে সিল্কি করতে সাহায্য করবে এই জবা ফুল। আর লেবুর রস মাথার খুশকি দূর করে। ম্যাচে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে অচল ঝলমলে করে।

মেহেদী পাতা ও কলা

  • ২ টেবিল চামচ মেহেদী পাতার বাটা
  •  একটি পাকা কলা

মেহেদি পাতা ও কলা ব্লেন্ডারের পেস্ট করে নিবেন। এবার গোসলের ৩০ মিনিট আগে চুলে ভালো মতো লাগিয়ে নিন। কলা আমাদের চুলের জন্য খুব উপকারী। শ্যাম্পু করার আগে যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে না। এই প্যাকটি ব্যবহার করলে আপনার চুল আরো বেশি হেলদি সাইনী ও ম্যানেজার হয়ে উঠবে।

আরো পড়ুন ঃ গাজর খাওয়ার উপকারিতা ও অপকারিতা

মেহেদী পাতা, টক দই , ডিম

  • ২ টেবিল চামচ মেহেদী পাতা বাটা
  • 2 টেবিল চামচ টক দই
  • একটি ডিম

সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে পুরো মাথার চুলে আগাগোড়া ভালোভাবে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি আপনার চুলের জন্য খুবই উপকারি।আপনি হয়তো জানেন  ডিমে প্রচুর পরিমান প্রোটিন আর ভিটামিন রয়েছে যা চুলের গোড়া থেকে জোগায় ও চুল পড়া রোধ করে।

মেহেদি পাতার গুড়ো ,কফি

  • ২ টেবিল চামচ মেহেদী পাতার গুড়ো
  • ১-২ টেবিল চামচ কফি

যাদের চুল পেকে যাচ্ছে কিন্তু বাইরের প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছেন নাহ তাদের জন্যে এই প্যাকটি ভীষণ গুরুত্বপূর্ণ । মেহেদি  পাতা ও কফির এই মিশ্রণটি  চুলে লাগালে আপনার চুল অকাল্পক্কতার হাত থেকে রেহাই পাবে।আপনি অনায়াসেই  প্রাকিতিক এই  মিশ্রণটি চুলে লাগাতে পারেন।তবে চুলে লাগানোর পরে শাম্পু করবেন নাহ ।শুধু ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন।তাহলে আপনার চুল হাল্কা লালচে বাদামি রঙ ধারন করবে।

মেহেদি পাতা লাগানোর সতর্কতা

  • মাথার ত্বকে যদি এলাজি সমস্যা থাকে তাহলে মেহেদি পাতা লাগাবেন নাহ।
  • মেহেদি পেস্ট ১ ঘন্টার বেশি রাখবেন নাহ।বেশি সময় ধরে রাখলে চুলে পানি শূন্যতা হতে পারে।
  • আপনার যদি ঠাণ্ডা জাতীয় সমস্যা থাকে তাহলে মেহেদি পাতা এড়িয়ে চলুন।কারন মেহেদি খুব ঠাণ্ডা ।
  • মেহেদি পাতার মিশ্রণ অবশ্যই কাচের বাটিতে করবেন ।
  • মাথায় বা চুলে মেহেদি পাতা লাগানোর আগে চুলের জট খুলে নিবেন।
চুলের-যত্নে-মেহেদি-পাতার-উপকারিতা-ও-ব্যবহার-পদ্ধতি

উপসংহার ঃ চুলের যত্নে মেহেদি পাতার  উপকারিতা ও ব্যবহার পদ্ধতি

মেহেদি পাতা আমাদের সবার কাছেই খুব জনপ্রিয় ও উপকারি। কেননা মেহেদি শুধু চুলে নয় হাত রাঙ্গাতে ব্যবহার করি।বিভিন্ন ওকেসান,বিয়ে ,ঈদ ইত্যাদি আরো অন্যান্য ইভেন্টে আমরা মেহেদি দিয়ে থাকি। আর চুলের যত্নে মেহেদি পাতার অন্নতম ।চুল পড়া , চুলের অকালপক্বতা চুল বৃদ্ধি না পাওয়া এ গুলো আমাদের নিত্যদিনের সমস্যা।তাই নিয়মিত মেহেদি পাতা  চুলে ব্যবহার করুন ,আর চুলের সৌন্দয্য বাড়িয়ে তুলুন।

প্রিয় পাঠক , আমার আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝে গেছেন চুলের যত্নে মেহেদি পাতার  উপকারিতা ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে। আশা করি এ নিয়মগুলি অনুসরন করলে আপনি উপকৃত হবেন।

এমন আরো সমস্যার সমাধান পাবার জন্য নতুন কিছু জানার জন্য নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করুন ।আমার ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পোস্ট বা আর্টিকেল পাবলিশ করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url