ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে

  ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে। বর্তমান সময়ে ফ্যাশন একটি ট্রেন্ড হয়ে গেছে। প্রতিদিন নিত্যনতুন পোশাক পড়ে নজরকাড়াই হলো আমাদের উদ্দেশ্য। এই কাজটি করতে হলে আপনাকে অভিজ্ঞ হতে হবে তার পাশাপাশি মানুষের জীবনযাত্রা চিন্তা-ভাবনা ও রুচির সাথে পরিচিত হতে হবে।

ফ্যাশন-ডিজাইনার-হতে-হলে-কি-করতে-হবে

একজন ফ্যাশন ডিজাইনার যেমন পোশাক পরিচ্ছদের মূল ভূমিকা পালন করে তেমনি তার ব্যক্তিগত দক্ষতার প্রয়োজন পড়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো একজন ফ্যাশন ডিজাইনার হতে হলে তার কি ধরনের যোগ্যতা প্রয়োজন এবং ফ্যাশন ডিজাইনারের কাজ কি, কোথায় কাজ করে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পেজ সূচিপত্র ঃ ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে

ফ্যাশন ডিজাইন আসলে কি  

ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে , তার আগে আপনাকে জানতে হবে ফ্যাশন ডিজাইন কি।ফ্যাশন ডিজাইনার হচ্ছে এমন একটি শিল্প যেখানে নিত্যনতুন পোশাক তৈরি করা হয়। শুধু পোশাক না একটা মানুষ একটি প্রোগ্রামের জন্য শুধু কি পোশাক পরে ?  একদমই না। পোশাকের পাশাপাশি জুতা, ব্যাগ, স্কার্ফ , গয়না ইত্যাদি ম্যাচিং করে পড়ে থাকে। এই ম্যাচিং করে পড়া বা প্রতিদিন  নতুন কিছু ডিজাইন তৈরি করে পড়াই হল ফ্যাশন ডিজাইন ।

বর্তমানে ফ্যাশন ডিজাইন টা একটা ট্রেন্ড হয়ে গেছে সবার কাছে। আগের সময়ে শুধু চলচ্চিত্রে বা অভিনয় জগতে যারা কাজ করত তারা শুধু ফ্যাশন ডিজাইনার থেকে পোশাক-আশাক ডিজাইন করে নিতো। তবে বর্তমানে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ওকেসানেই মানুষ ফ্যাশন ডিজাইনের উপর নির্ভরশীল। বিয়ের প্রোগ্রাম বলেন, গায়ে হলু্‌দ, জন্মদিনের পার্টি , যেকোনো ইভেন্টেই মানুষ এখন ফ্যাশন ডিজাইনার ছাড়া পোশাক পড়ে না।

আরো পড়ুন ঃ চুলের যত্নে কালোকেশী ব্যবহার 

এক নজরে একজন ফ্যাশন ডিজাইনার

প্রতিটি পেশার মানুষের একটি পরিচিতি থাকে, ফ্যাশন ডিজাইনার ও এর ব্যতিক্রম কিছু নয়। এক নজরে একজন ফ্যাশন ডিজাইনার এর পরিচিতি জেনে আসি চলুন।

  • সাধারণ পদবী ঃ ফ্যাশন ডিজাইনার
  • বিভাগ ঃ গার্মেন্টস ও ফ্যাশন
  • প্রতিষ্ঠানের ধরন ঃ প্রাইভেট ফার্ম, কোম্পানি , ফ্রিল্যান্সিং ইত্যাদি
  • ক্যারিয়ারের ধরন ঃ ফুল টাইম, পার্ট টাইম , চুক্তিভিত্তিক ইত্যাদি
  • লেভেল ঃ এন্ট্রি, মিড, টপ
  • এন্ট্রি লেভেল এ অভিজ্ঞতার সীমা ঃ ১-৩ বছর
  • এন্ট্রি লেভেলের সম্ভাব্য গড় বেতন ঃ ১৫,০০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত
  • এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা ঃ ২২ থেকে ২৫ বছর। বয়সের ক্ষেত্রে কম বেশি হতে পারে
  • মূল স্কিল ঃ পোশাক পরিচ্ছন্ন সম্পর্কিত জ্ঞান, সৃজনশীল চিন্তা করার ক্ষমতা , ছবি আঁকা দক্ষতা, নতুন কিছু তৈরি করার দক্ষতা
  • বিশেষ স্কীল ঃ সমস্যার সমাধানের দক্ষতা, নতুন কিছু বানানোর দক্ষতা

একজন ফ্যাশন ডিজাইনার কোথায় কাজ করে

একজন ফ্যাশন ডিজাইনারের চাহিদা বর্তমানে অনেক বেশি। ফ্যাশন ডিজাইনাররা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, যেমন;

  • টেক্সটাইল কোম্পানি বা ফ্যাক্টরি
  • গার্মেন্টস কোম্পানি বা ফ্যাক্টরি
  • বুটিকসের দোকান
  • বিভিন্ন কাপড়ের দোকান
  • বড় বড় মডেলদের পার্সোনাল ডিজাইনার
  • ইভেন্ট ডিজাইনার

প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করার পাশাপাশি অনেক ফ্যাশন ডিজাইনার বড় বড় মডেল অভিনেত্রীদের পার্সোনাল ডিজাইনার হিসেবেও কাজ করে। চাইলে আপনিও একজন ফ্যাশন ডিজাইনার হতে পারেন। অনেকেই ফ্যাশন ডিজাইনার হয়ে থাকে তার শখের বসের কারণে। শখকে আপনি পেশা হিসেবে বেছে নিতে পারেন।

একজন ফ্যাশন ডিজাইনার কি ধরনের কাজ করে

  1. পোশাকের নকশা বানানো
  2. পোশাকের রং নির্ধারণ করা
  3. পোশাকের ধরন ঠিক করা
  4. একটি পোশাক তৈরিতে কি ধরনের কাপড় ব্যবহৃত হবে তা ঠিক করা
  5. নতুন পোশাক তৈরির জন্য যাবতীয় তদারকি করা
  6. চলতে ফ্যাশন সম্পর্কে ধারণা থাকা
  7. পোশাকের সাথে মিল রেখে জুতা, ব্যাগ ইত্যাদি ম্যাচিং করা
  8. পোশাক তৈরিতে কত খরচ হবে সে হিসাব রাখা
  9. একটি পোশাকের নতুন রূপ দেওয়া

একজন ফ্যাশন ডিজাইনারের কি ধরনের যোগ্যতা থাকতে হয়

একজন ফ্যাশন ডিজাইনার হতে হলে অবশ্যই আপনার কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। যেকোনো কাজেই যোগ্যতা ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। এজন্য আপনি যদি একজন ফ্যাশন ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই কিছু যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। চলুন তাহলে একটু জেনে আসি একজন ফ্যাশন ডিজাইনারের কি কি যোগ্যতা দরকার।

ফ্যাশন-ডিজাইনার-হতে-হলে-কি-করতে-হবে

শিক্ষাগত যোগ্যতা ঃ ফ্যাশন ডিজাইনারের ওপর ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রী প্রাপ্ত হতে হবে। সবথেকে ভালো হয় আপনি যদি ফ্যাশন ডিজাইনারের ওপর ডিগ্রী করেন।

বয়স ঃ প্রতিষ্ঠানিকভাবে অনেকেই বয়স সীমা নির্ধারণ করে দেয়। সেই ক্ষেত্রে আপনার বয়স কমপক্ষে ২২ থেকে ২৫ বছর হতে হবে। কিছু ক্ষেত্রে বয়স বেশিদের বেশি প্রাধান্য দেওয়া হয়। কেননা বয়স বেশি হলে তার অভিজ্ঞতা বেশি হবে এজন্য।

অভিজ্ঞতা ঃ একজন ভালো ফ্যাশন ডিজাইনার হতে হলে আপনার অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। এক্ষেত্রে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।

বিশেষ শর্ত ঃ নিয়োগের ক্ষেত্রে কিছু সময় নারী অথবা পুরুষের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে নারীরা বেশি অগ্রাধিকার পেয়ে থাকে।

ফ্যাশন ডিজাইনার হতে গেলে কি কি দক্ষতা ও জ্ঞান থাকা প্রয়োজন

একজন ফ্যাশন ডিজাইনার হতে চাইলে অবশ্যই আপনার কিছু দক্ষতা ও জ্ঞান থাকা প্রয়োজন। ভালো একজন ডিজাইনার হতে গেলে আপনার মধ্যে কি কি দক্ষতা প্রয়োজন চলুন জেনে নিই।

বেসিক জানুন সবার আগে ঃ সেলাই করতে পারাটা হল ফ্যাশন ডিজাইনারের পূর্ব শর্ত। সাধারণত ফ্যাশন পোশাকের কথাটা আগে মাথায় আসে। তাই ফ্যাশন নিয়ে কাজ করতে গেলে আপনাকে সেলাই করা জানতে হবে।

আরো পড়ুন ঃ চুলের যত্নে মেথির ব্যবহার ও ৭ টি উপকারিতা

সৃজনশীল হতে হবে ঃ ফ্যাশন ডিজাইনিং মানেই সৃজনশীল কাজ। অনেকেই শখের বসে ফ্যাশন ডিজাইনার হতে চাই , ফ্যাশন ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে।

টেকনিক্যালি দক্ষ হতে হবে ঃ একজন দক্ষ ডিজাইনার হতে গেলে অবশ্যই আপনাকে টেকনিক্যালি দক্ষ হতে হবে। কম্পিউটার ও নিত্য নতুন টেকনোলজির সাথে নিজেকে আপডেট রাখতে হবে। কারণ  বর্তমান সময়ে দিনে বেশিরভাগ ডিজাইন  তৈরি হয় বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে। 

যোগাযোগে দক্ষ হতে হবে ঃ কারিগরি জ্ঞানের পাশাপাশি আপনাকে যোগাযোগের দক্ষ হতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পরিচিতি বাড়াতে হবে। এছাড়াও নির্দিষ্ট টাইম এর মধ্যে কাজ কভার করতে হবে।

স্বতঃস্ফূর্ত শিল্প ও নান্দনিক বোধ থাকতে হবে ঃ আপনি যত বড়ই উচ্চশিক্ষিত হন না কেন আপনার মধ্যে স্বতঃস্ফূর্ত ও নান্দনিক বোধ না থাকলে এক্ষেত্রে আপনি তেমন উন্নতি করতে পারবেন না। সৌন্দর্য বিষয়টি আপেক্ষিক, তবে সৌন্দর্যবোধ সম্পর্কে বেশি ধারণা না থাকলে আপনি এই পেশায় উন্নতি করতে পারবেন না।

আপডেট থাকতে হবে ফ্যাশান ট্রেড সম্পর্কে ঃ একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই সময়ের সাথে আপডেট হতে হবে। এমনকি কখন কোন ফ্যাশন বেশি মার্কেট পাচ্ছে সে বিষয়ে আপনার জ্ঞান থাকা লাগবে।

মার্কেট সম্পর্কে জানতে হবে ঃ শুধু ফ্যাশন ডিজাইনার হলে হবে না মার্কের সম্পর্কে জানতে হবে। একজন ফ্যাশন ডিজাইনার কে অবশ্যই ভালো একজন মার্কেটের হতে হবে।

ছবি আঁকা জানতে হবে ঃ ফ্যাশন ডিজাইনারের অন্যতম অভিজ্ঞতা হচ্ছে ছবি আঁকা। ফ্যাশন ডিজাইনার হতে চাইলে আপনাকে অবশ্যই ছবি আঁকা জানতে হবে। তাহলে আপনি নিত্যনতুন ছবি এঁকে পোশাকে ডিজাইন তৈরি করতে পারবেন। 

ডিজাইনের সফটওয়্যার ঃ Auto Cad , Adobe Illustrator,Adobe photoshop, CorelDraw এইসব সফটওয়্যার এর মাধ্যমে আপনি নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন।

কোথায় পড়াশোনা করা যায় ফ্যাশন ডিজাইনার হবার জন্য

বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনারের ওপর পড়াশোনা করা যায়। ছোটবেলা থেকে যদি আপনি সৌখিন  হন ফ্যাশনের ওপর, তাহলে দেরি না করে ফ্যাশন ডিজাইনার নিয়ে ডিপ্লোমা করে ফেলেন। অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে যেখানে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করা যায়। চলুন তাহলে একটু জেনে আসি।

  • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
  •  বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্যাশন এন্ড টেকনোলজি
  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন এন্ড টেকনোলজি
  • বিজিএমইএ (BGMEA) ইনস্টিটিউট অফ ফ্যাশন এন্ড টেকনোলজি

ফ্যাশন ডিজাইনার হতে গেলে অবশ্যই আপনাকে চার বছর মেয়াদী অনার্স বা ডিপ্লোমা কোর্স করতে হবে এবং অবশ্যই ভালো পয়েন্ট পেয়ে পাস করতে হবে। বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলোতে ফ্যাশন ডিজাইন নিয়ে ডিপ্লোমা করা যায় আপনি চাইলে এসব বিশ্ববিদ্যালয়ে সরকারি বেসরকারিভাবে ভর্তি হতে পারেন।

একজন ফ্যাশন ডিজাইনারের মাসিক আয় কত?

একজন ফ্যাশন ডিজাইনারের মাসিক আয় নির্ধারিত হয় সে কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করছে তার উপরে। আপনি যত বড় কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করবেন আপনার বেতন তত বেশি হবে। আপনি যদি সাধারণ কোন কোম্পানিতে যুক্ত থাকেন তাহলে আপনার বেতন ১৫ হাজার থেকে বিশ হাজার টাকা হতে পারে।

এছাড়া আপনি যদি বড় কোন কোম্পানির সাথে বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করেন তাহলে আপনার মাসিক আয় ৫০ হাজার টাকা হতে পারে। এক্ষেত্রে কম বেশি হতে পারে । তাছাড়া যদি আপনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন তাহলে বেতন ২০ থেকে ২৫ হাজার টাকা হতে পারে।

আরো পড়ুন ঃ বাচ্চাদের ওজন বাড়ানোর সহজ উপায়

একজন ফ্যাশন ডিজাইনের ক্যারিয়ার কেমন হতে পারে

ক্যারিয়ার হিসাবে বাংলাদেশে ফ্যাশন ডিজাইনিং এখনো অনেক চ্যালেঞ্জিং একটি ব্যাপার। বাইরের দেশগুলোতে ফ্যাশন ডিজাইনারের মূল্য অনেক বেশি আমাদের দেশে তুলনায়। তবে একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে ক্যারিয়ার গড়ার পূর্বে আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজমেন্ট , নেটওয়ার্ক মার্কেটার, ডিজিটাল মার্কেট, স্ট্রাইলার , আর্টিস অথবা ফ্যাশন এনালিস্ট এর চাকরি দ্বারা নিজেকে পারফেক্ট করে গড়ে তুলতে হবে।

ফ্যাশন-ডিজাইনার-হতে-হলে-কি-করতে-হবে

বর্ণিত স্টেপগুলো থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করে ফ্যাশন ডেভেলপার বা ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারেন । তবে প্রথম প্রথম হয়তো আপনার কাজ পেতে সমস্যা হতে পারে কিন্তু আপনার কাজের দক্ষতা ভালো থাকলে খুব তাড়াতাড়ি আপনি আপনার ক্যারিয়ারটা উজ্জ্বল করতে পারবেন।

উপসংহার ঃ ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে

আমার পাঠকদের উদ্দেশ্যে সব শেষ একটা কথা বলতে চাই, আপনি যদি ফ্যাশন ডিজাইনার হতে ইচ্ছুক হন তাহলে সর্বপ্রথম সরকারি বা বেসরকারি কোন একটি প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদী অনার্স বার ডিপ্লোমা কোর্স করে আপনি নিজেকে যোগ্য করে তুলুন। এরপর নিজের যোগ্যতাটা কাজে লাগিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি বাড়ান।

এছাড়াও যেহেতু আপনি একজন দক্ষ বা ডিপ্লোমা কোর্স করে এসেছেন সে তো আপনি চাকরির বিজ্ঞাপনগুলি দেখে ভালো কোন কোম্পানি বা বড় কোন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারেন। আমার মনে হয় কোন কোম্পানি বা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করাটা আপনার জন্য বেশি ভালো হবে। তার পাশাপাশি আপনি চাইলে অন্যদের টুকটা কাজ করে দিতে পারেন।

প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হবেন। এমন আরো আর্টিকেল পড়তে নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করুন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url