ঝাপসা ছবি স্পষ্ট করার ৮ টি উপায়

  অনেক সময় খুব বিশেষ কোন মুহূর্তের ছবি তোলার পর দেখা যায় ছবিটি ঝাপসা এসেছে। ওই ছবিটি আরেকবার তোলারও সুযোগ  থাকে না। তখন আমরা আফসোস করতে থাকি, কোনভাবে যদি ছবিটি স্পষ্ট করা যেত। তবে এই আফসোসের দিন হয়তো এখন অতীত হতে চলেছে।

ঝাপসা-ছবি-স্পষ্ট-করার-৮-টি-উপায়

বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস তৈরি হয়েছে যার মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করা যায়। আজ এই আর্টিকেলে আলোচনা করব এই ঝাপসা ছবি স্পষ্ট করার ৮ টি উপায় সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক ঝাপসা কিংবা অস্পষ্ট ছবিকে স্পষ্ট করে তোলার ৮ টি উপায় সম্পর্কে।

পেজ সূচিপত্র ঃঝাপসা ছবি স্পষ্ট করার ৮ টি উপায়

ঝাপসা ছবি স্পষ্ট করার উপায়

ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি এর মধ্যে জনপ্রিয় কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। তাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট অর্থাৎ  অ্যাপ্লিকেশান  AI ব্যবহার করে ঝাপসা ছবিকে স্পষ্ট করব। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো কিভাবে অস্পষ্ট ছবি স্পষ্ট করব অ্যাপ্লিকেশন এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে।

এছাড়াও আপনি যদি চান ওয়েবসাইটগুলো বাদ দিয়ে শুধু AI এর মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আপনারা ঝাপসা ছবিকে স্পষ্ট করতে পারবেন। টেকনোলজির এই যুগে এ আই দিন দিন অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি সঠিক ব্যবহার জানেন তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ঝাপসা ছবিকে স্পষ্ট করতে পারবেন ।

আজকে আমরা কোন কোন অ্যাপস এর মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন জেনে নেওয়া যাক।

Remini Aps এর মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করুন

google play store থেকে Remini Aps ডাউনলোড করে INSTALL করে ওপেন করলে সেখানে ছবি আপলোড অপশন পাবেন। সেখান থেকে আপনি যে ঘোলা ছবিটি ক্লিয়ার করতে চান সেই ছবিটি দিলেই অটোমেটিক্যালি আপনার ঘোলা ছবিটি ক্লিয়ার হয়ে যাবে।

বিশেষ করে বিভিন্ন মানুষ এটিকে গ্রাফিক্স ডিজাইনের কাজে ব্যবহার করে। তাহলে এতক্ষণে বুঝে গেছেন এই অ্যাপস টি খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি অ্যাপস । যদি এই অ্যাপসটির ব্যবহার খুব ভালোভাবে জেনে যান তাহলে আপনি এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন।

আরো পড়ুনঃঅনলাইনে ঘরে বসে ইনকাম করার ১০টি উপায়

শুধু তাই নয় আপনি এই অ্যাপটি দিয়ে গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারবেন। বিভিন্ন ধরনের লোগো ডিজাইন থেকে শুরু করে সকল ধরনের ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অ্যাপসটি আমাদের আপনাদের জন্য কতটা উপকারি ।

ভ্যান্স এ আই ইমেজ শার্পেনার

ওই অস্পষ্ট ছবি স্পষ্ট করার তালিকার প্রথমেই রয়েছে ভ্যান্স এ আই ইমেজ শার্পেনার। ভ্যান্স এআই ছোট কিন্তু দুর্দান্ত একটি টুলস। যা আপনাকে চমৎকার ফলাফল দেবে। আপনি হয়তো এ আই এর নাম থেকেই অনুমান করতে পেরেছেন যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শুধু একটি ক্লিকে ঝাপসা বা অস্পষ্ট ছবিগুলোকে স্পষ্ট করতে পারে।

আবার এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেগুলো একটি ছবি ঝাপসা হওয়ার ভিন্ন ভিন্ন কারণ মোকাবিলা করে থাকে। ভ্যান্স এ আই আগের এবং পরের ছবিগুলো সহজে তুলনা করার জন্য আগের ছবি ও পরের ছবি পাশাপাশি দেখায়। সেখানে পরবর্তী ছবিগুলো আগের ছবির তুলনায় অনেকটা স্পষ্ট এবং পরিষ্কার দেখায়।

কিন্তু এ আইয়ে শুধু প্রথম দুটি ছবি বিনামূল্যে ব্যবহার করা যাবে। আর এরপরের ছবিগুলো ডাউনলোড করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। তাই অর্থ প্রদান না করে আপনি যদি একসঙ্গে অনেকগুলো ছবি দিয়ে থাকেন , তাহলে এটি প্রবলেম করতে পারে।

মিডিয়া ডট আইও ইমেজ শার্পেনার

আপনি যদি  ঝাপসা ছবি দ্রুত এবং সহজে শার্প করে দেবে এবং কোনো সাইন-আপ কিংবা প্রিমিয়াম প্যাকেজের ঝামেলা ছাড়াই সেটি ডাউনলোড করা যাবে এমন কোনো টুলস খুজে থাকেন তাহলে আমি বলবো মিডিয়া ডট আইও হতে পারে আপনার জন্য একটি ভালো টুলস। 

 মিডিয়া ডট আইও তে খুব সহজভাবে কাজ করা গেলেও কিছু নিয়ম কানুন আছে। নিয়ম গুলো হচ্ছে আপনি ৫ মেগাবাইট এর চেয়ে বড় ফাইল আপলোড করতে পারবেন না এবং শুধু আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করতে পারবেন।

তার পরেও বলা যায় মিডিয়া ডট আই একটি ছবি তৈরি করার জন্য বেশ দ্রুত এবং কার্যকর ভাবে কাজ করে। আর অস্পষ্ট ছবি স্পষ্ট করার পর দুইটি ছবি পাশাপাশি দেখায়, যাতে আপনি আগের ছবি এবং পরের ছবির মধ্যে পার্থক্যটা বুঝতে পারেন। অন্যান্য সাইটের তুলনায় মিডিয়া ডট আইও খুব বেশি ভালো ফলাফল দিতে পারেনা।

ভালো ফলাফল দিতে না পারলেও এখানে সবচেয়ে ভালো দিকটি হলো , আপনি সহজেই মাত্র একটি ক্লিকে আপনার ছবি ডাউনলোড করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত এবং সহজ। যদি আপনার ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা না থাকে সে ক্ষেত্রে এটি বেশ ভালো একটি সাইট।

পাইন টুলস এর সাহায্যে ছবি স্পষ্ট করুন

আপনি যদি এমন কিছু খুঁজে থাকেন যেটির ওপর আপনার আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে তাহলে পাইন টুলস হতে পারে আপনার পছন্দের একটি টুলস। পাইন টুলস এই তালিকার অন্যান্য অপশন গুলোর থেকে কিছুটা আলাদা। কারণ এটি আপনার ছবি শার্পনেস নির্ধারণের ক্ষেত্রে আপনাকে বেশি নিয়ন্ত্রণ দেবে। এখানে আপনি কনভোলিউশন মাস্কের আকার বেছে নিতে পারবে এবং সেই সঙ্গে  শার্পনেসের সামগ্রিক শক্তি ও নির্ধারণ করতে পারবেন।

আরো পড়ুনঃসকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি খাওয়ার উপকারিতা

যদিও এর ইফেক্ট এখানের অন্যান্য বিকল্প গুলোর মত অতটা চমৎকার নয়, তবুও আপনি যদি এখানে আপনার ছবির জন্য নির্দিষ্ট কোন সেটিংস খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি এর মাধ্যমে আরো ভালো ফলাফল পেতে পারেন।

তাছাড়াও অন্যান্য টুলসগুলি যদি আপনার মন মত না কাজ করে তাহলে ফাইন টুলস না হতে পারে আপনার ওয়াইফ স্পষ্ট ছবিগুলো ঠিক করার আরেকটি উপায়। আর এই টুলসে বাড়তি কোন ঝামেলা নেই। আপনাকে আলাদাভাবে সাইন আপ করতে হবে না অথবা প্রিমিয়াম একাউন্টের জন্য অর্থ প্রদান করতে হবে না। খুব সহজে এক ক্লিকেই আপনার ওই অস্পষ্ট ছবিগুলো স্পষ্ট করে  ডাউনলোড করতে পারবেন। তাই, সর্বোপরি বলা যায় এই টুলস টি আপনার কাজে দিবে।

ঝাপসা-ছবি-স্পষ্ট-করার-৮-টি-উপায়

পিকউইশ অ্যাপস দিয়ে ঝাপসা ছবি স্পষ্ট করুন

এই তালিকার পরবর্তী স্থানে রয়েছে পিকউইশ আনব্লার এবং শার্পেন টুলসটি ।পিকউইশ খুব বেশি ঝামেলা ছাড়াই আপনার অস্পষ্ট ছবিটি স্পষ্ট করে দিবে ।

প্রক্রিয়াটি খুবই সহজ। আপনাকে শুধু ঝাপসা ছবিটি সেখানে আপলোড করতে হবে, তারপর স্বয়ংপ্রিয়ভাবে ছবিটিকে যতটা সম্ভব স্পষ্ট করে দেবে। ম্যানুয়ালি একটি ছবি স্পষ্ট করা শেখাচ্ছে এটি অনেক দ্রুত এবং সহজ একটি প্রক্রিয়া।

তবে ছবিটি ডাউনলোড করার জন্য আপনাকে একটি একাউন্ট সাইন আপ করতে হবে। শুধু login করে ছবিগুলি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও এতে একটি  আপস্কেলিং ফিচার রয়েছে। আপস্কেলিং এর মাধ্যমে আপনি আপনার ছবির রেজুলেশন বাড়িয়ে তা বড়  করতে পারবেন। তবে পিকউইশ ২০৪৮.২০৪৮ পর্যন্ত ছবিগুলো আপস্কেলিং করতে পারবেন। এটি পিকউইশে সর্বোচ্চ আপলোডের সিমা। তাই আপনি চাইলে খুব সহজে আপনার ছবির সাইজ বড় করে নিতে পারেন এই টুলস এর মাধ্যমে।

ফোটর অ্যাপস দিয়ে ছবি স্পষ্ট করুন

ফটোর ইমেজ এডিটিং স্যুটে বেশ কিছু অপশন রয়েছে। যার মধ্যে ছবির ওই স্পষ্টটা দূর করার অপশনটিও রয়েছে। আপনি যদি আরো কিছু এডিটিং করতে চান এবং চমৎকার ফলাফল পেতে চান, তাহলে ফটোর হতে পারে একটি দুর্দান্ত টুলস।

ফটোর ব্যবহার করাও আসলে বেশ সহজ ও মজাদার। যদিও প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে এর ইন্টারফেসটি একটু বিশৃঙ্খল মনে হতে পারে, তবুও আপনি শুধু ফটোর আনব্লাড তুলে গিয়ে আপনার ছবি আপলোড করলেই প্রিয়ভাবে আপনার ছবি থেকে ওয়াস্পষ্টতা সরিয়ে ফেলবে।

টুলসটিতে একটি বিফোর -আফটার স্লাইডার রয়েছে , যার মাধ্যমে আপনি এডিট এর আগের এবং পরের ছবিটি দেখতে পারবেন। ফলাফলের ছবিগুলোকে এডিটেড মনে হয় না এবং বেশ চমৎকার দেখায়। ফোটরে আপনার ফাইল এর আকারের সীমা ৪০০০.৪০০০ হবে । যা অন্যান্য টুলস গুলোর চেয়ে অনেক বেশি।

তবে এই ফোটর টুলস থেকে ছবি ডাউনলোডের একমাত্র উপায় হলো এই পরিসেবাটিকে সাবস্ক্রাইব করা । এছাড়াও ফোটর ছবির উপর একটি জলছাপ দিয়ে দেয়। যদিও অনলাইনে জলছাপ সরানোর  জন্য অনেক টুলস রয়েছে।

Adobe Photoshop Express দিয়ে ছবি ঠিক করুন

আপনার ডেক্সটপ বা মোবাইল ডিভাইসে বিনামূল্যে আনব্লার  ইমেজ অ্যাপসটি খুলুন । আপনার ফটো আপলোড করুন এবং কয়েক সেকেন্ডের মধ্যে শার্প করা শুরু করবে।প্রতিবার পরিস্কার , সুনির্দিষ্ট ফলাফল পাবেন।টাকা পয়সা খরচ না করেই এক ক্লিকে অস্পষ্ট ছবি স্পষ্ট করুন Adobe Express অ্যাপস এর মাধ্যমে।

Adobe Express এর সাথে উচ্চ নির্ভুলতার সাথে যে কোন ইমেজ থেকে অস্পষ্টতা দূর করতে আপনার কোন ডিজাইন অভিজ্ঞতার প্রয়োজন নেয়। স্লাইডিং স্কেলের পাশে আপনি শার্পনিং প্রভাব  সামঞ্জস্য করতে একটি সংখ্যসূচক মান লিখতে পারেন । একই রকম  অস্পষ্টতা সহ একাধিক ছবি জুড়ে সুনির্দিষ্ট ,সামঞ্জস্যপূর্ণ সম্পাদনা করুন।

আরো পড়ুনঃকানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন

Adobe Express এর সাথে আপনার ছবিকে বিনামূল্যের কাস্টমাইজ করুন ।কারণ আপনি ফটোটি আনব্লার করেন । এটি ক্রপ করেন ,একটি ফিল্ডার যোগ করেন এবং আরো অনেক কিছু করেন সহজে এর আসল সংস্করণে ফিরে যান এবং আপনার সম্পাদিত চিত্রটিকে একটি  অত্যাশ্চর্য ডিজাইনের রূপান্তর করতে ভিডিও এবং অডিও সম্পদ গুলি অন্বেষণ করুন ।

Pixeleap এর মাধ্যমে অস্পষ্ট ছবি স্পষ্ট করুন

Pixeleap উন্নত AI প্রজন্মের প্রযুক্তির সম্পূর্ণ সুবিধা নেয় যাতে আপনি সহজে ঝাপসা ফটোগুলিকে পরিষ্কার করতে মেরামত করতে পারেন। Pixeleap আপনার কালো এবং সাদা পুরনো ফটোগুলিকে রঙ্গিন করতে পারে। 

Pixeleap বিভিন্ন ধরনের ফাংশান প্রদান করে, শুধুমাত্র ফটোগুলি সামঞ্জস্য করা , পুরনো ফটোগুলি পুনরুত্থান করা , ফটোগুলি উন্নত করা , ফটোগুলিকে রঙ্গিন করা , ফটোগুলি  জীবন্ত করে এবং বয়স পরিবর্তন করে।

Pixeleap এর মাধ্যমে আপনি খুব সহজে ছবি স্পষ্ট করতে পারবেন।AI  প্রযুক্তির আরেকটি অন্যতম মাধ্যম হলো Pixeleap. দিনের দিন এ আই খুব শক্তিশালী হয়ে উঠেছে।

ঝাপসা-ছবি-স্পষ্ট-করার-৮-টি-উপায়

উপসংহার ঃ ঝাপসা ছবি স্পষ্ট করার ৮ টি উপায়

আলোচনাকৃত উপায় ব্যতীত আরো অনেক উপায় বা অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করা যায়। যেমন;chatgpt , Picsart ,Canva ইত্যাদি AI টুলস। এসব টুলস দিয়েও আমরা খুব সহজে অস্পষ্ট ছবির পরিবর্তন করতে পারবেন। বর্ণনাকৃত উপায়গুলোর মধ্য থেকে যে কোনো উপায়ে আপনি অস্পষ্ট ছবি স্পষ্ট করতে পারবেন।

প্রিয় পাঠক, আপনি যদি আর্টিকেলটি পুরোটাই পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝে গেছেন কিভাবে অস্পষ্ট ছবি স্পষ্ট করা যায়। আমার এই পোস্ট পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরো আর্টিকেল পেতে নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন ধন্যবাদ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url