বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার উপায়
বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার উপায়। আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন আর আপনার মধ্যে যদি সাধারণ দক্ষতা , অভিজ্ঞতা থাকে তাহলে আপনিও আর্টিকেল লিখার কৌশল কাজে লাগিয়ে ঘরে বসে টাকা আয় করতে পারবেন।
একজন দক্ষ এবং অভিজ্ঞ কন্টেন্ট রাইটার শুধু আর্টিকেল লিখেই প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারে। কিভাবে বাংলায় আর্টিকেল লিখতে হয়, এবং কোন কোন ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লেখার জব পাওয়া যায়, আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে।
পেজ সূচিপত্র ঃ বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার উপায়
- বাংলা আর্টিকেল লিখে কিভাবে টাকা ইনকাম করা যায়
- আর্টিকেল লিখে ইনকাম করার উপায় ও কৌশল
- আর্টিকেল লিখে ইনকাম করার সাইট
- যেসব বিষয়ে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ
- কিভাবে একটি আকর্ষণীয় আর্টিকেল লিখতে হয়
- উপসংহার ঃ বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম
বাংলা আর্টিকেল লিখে কিভাবে টাকা ইনকাম করা যায়
আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন এবং বাইরে যাওয়ার সুযোগ সুবিধা না থাকে,
তাহলে আপনার জন্য খুবই লাভজনক একটি বিষয় হলো অনলাইনে ঘরে বসে বাংলা
আর্টিকেল লিখে টাকা ইনকাম করা। এই মাধ্যমটি অত্যন্ত লাভজনক এবং মজার ব্যাপার হয়ে
দাঁড়াতে পারে আপনার জন্য।
এক্ষেত্রে একটি বিষয় আপনাকে অবগত থাকতে হবে যে লেখালেখি করে ইনকাম করার জন্য
ধৈর্য এবং সময় দিতে হবে। তাহলে আপনি একজন ভালো রাইটার হতে পারবেন। পরবর্তীতে বড়
বড় ওয়েবসাইটে যেমন Fiverr, Upwork, freelancer,linkedin ইত্যাদি এ ধরনের
প্লাটফর্ম গুলোতে আপনি নানান ধরনের আর্টিকেল রাইটিং জব করতে পারবেন।
বাংলা আর্টিকেল লিখার ধারাবাহিকতা বজায় রেখে ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লেখা শুরু করতে হবে। এতে আপনার কন্টেন্ট গুলি দ্রুত গুগলে রাঙ্ক করবে। আপনার কন্টেন্ট যত তাড়াতাড়ি গুগলে রাঙ্ক করবে আপনার ইনকাম ততই বাড়বে। ধীরে ধীরে আপনি একজন বিশ্বস্ত রাইটার হিসাবে পরিচিতি লাভ করবেন।
আরো পড়ুন ঃ অনলাইনে গুগল থেকে টাকা ইনকাম করার ৮ টি উপায়
আর্টিকেল লিখে ইনকাম করার উপায় ও কৌশল
বর্তমান সময়ে আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম করার বিষয়টি সত্যি খুব চমৎকার । আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা বাসার বাইরে গিয়ে কাজের সুযোগ পায় না, তাদের জন্য এই সুযোগটি খুব উপযোগী। লেখালেখি তাকে আপনি প্রফেশনাল হিসাবেও নিতে পারেন। বর্তমান বাজারে কন্টেন্ট রাইটারদের ভ্যালু অনেক।
তবে আপনার হয়তো জানা নাই যে অনলাইনে কোথায় বা কোন কৌশল অবলম্বন করে কন্টেন্ট রাইটিং জব পাওয়া যায়। তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ,এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে কন্টেন্ট লিখে ইনকাম করার উপায় ও কৌশলগুলো জানাবো। চলুন বিষয়টি জেনে আসি।
ফ্রীলান্স রাইটিং ঃঅনলাইনে এমন অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সাইড রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রি একাউন্ট তৈরি করে বিশ্ব জুড়ে বিভিন্ন রকম কোম্পানির সাথে, চুক্তিবদ্ধ হয়ে কনটেন্ট ও রাইটিং সেবা প্রদান করতে পারেন । কোন ধরনের টাকা খরচ না করেই ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে আপনি কাজ করতে পারবেন।
ঘরে বসে অনলাইনে বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার এটি অন্যতম একটি প্রধান
সুযোগ। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনি ভালো একজন রাইটার
হতে পারবেন।
উদাহরণস্বরূপঃ Upwork , Fiverr ,Freelancer , Guru ইত্যাদি এই ধরনের জনপ্রিয় Freelancing platform গুলোতে নিজেকে ফ্রিল্যান্স রাইটিং হিসেবে উপস্থাপন করতে পারবেন। বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট রাইটিং ,আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট রাইটিং ইত্যাদি নানা ধরনের কনটেন্ট রাইটিং জব খুঁজে কাজ করতে পারবেন।
ব্লগিং বা ব্লগ রাইটিং ঃআপনি যদি আর্টিকেল লিখে অনলাইনে টাকা ইনকাম করার চিন্তা করেন তাহলে সবচেয়ে কার্যকর উপায় হল ব্লগিং বা ব্লগ রাইটিং । সেই ক্ষেত্রে আপনি যদি একজন ব্লগার হতে চান তাহলে সেই ব্যাপারে অবশ্যই আপনাকে ব্লগিং সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। প্রয়োজনে আপনি অনলাইনে একটি কোর্স করে নিতে পারেন।
ব্লগিং করতে সর্বপ্রথম আপনাকে একটি নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে। যেখানে আপনি প্রতিদিন একটি করে আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন। ভালো একজন আর্টিকেল রাইটার হতে গেলে আপনাকে সর্বপ্রথম ভালো একজন কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। আর্টিকেল লিখার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভালো কিওয়ার্ড রিসার্চ করতে না পারলে গুগলে আপনার পোস্টগুলি র্যাংক করবে না। এক্ষেত্রে আপনার ইনকাম আসতে অনেক সময় লেগে যেতে পারে।
গেস্ট পোস্ট আর্টিকেল রাইটিং ঃগেস্ট পোস্ট আর্টিকেল রাইটিং করেও আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। গেস্ট-পরশ হলো এমন একটি মাধ্যম যেখানে একজন আর্টিকেল রাইটার লেখক হিসাবে অন্যের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল লিখতে পারবে। আর্টিকেল লেখার মাধ্যমে টাকা চার্জ করতে পারবে ।
আপনি যদি চান কারো ওয়েবসাইটে আর্টিকেল হিসাবে কাজ করতে তাহলে সেই ওয়েবসাইটের
মালিকের সাথে যোগাযোগ করে আর্টিকেল লেখার আবেদন জানাতে পারেন।
যখন আপনি জনপ্রিয় এবং হাই ট্রাফিক সাইটগুলোতে হাই কোয়ালিটি পণ্য আর্টিকেল লিখে
পাবলিশ করবেন তখন আপনি একজন দক্ষ কনটেন্ট রাইটার হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন।
পাশাপাশি আপনি টাকা ইনকাম করতেও পারবেন।
অনলাইন রাইটিং কোর্স ঃআপনি যদি একজন দক্ষ ও এক্সপার্ট রাইটার হন তাহলে নিজের লেখালেখির কৌশল গুলো একটি অনলাইন কোর্সের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন লোকদের সাথে শেয়ার করতে পারবেন। এখন আর্টিকেল রাইটিং শুধু ওয়েব সাইটে পোস্ট করা হয় না , বরং বিভিন্ন সোশ্যাল মিডিয়া , ইউটিউব, tiktok এও আর্টিকেল রাইটিং জনপ্রিয় হয়ে উঠেছে।
এক্ষেত্রে আপনার নিজের কনটেন্টগুলো অনলাইন প্লাটফর্ম গুলোর মাধ্যমে বিক্রি
করে টাকা ইনকাম করতে পারবেন ।
সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং ঃআপনার যদি লেখালেখির কৌশলগুলো সত্যি দারুন এবং হয় তাহলে আপনি নিজের লেখালেখির দক্ষতাতে নানান আকর্ষণীয় প্রভাবশালী সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো তৈরি করে কাজে লাগাতে পারেন।
বর্তমানে প্রায়ই অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য পরিসেবা ব্র্যান্ড সোশ্যাল
মাধ্যমে প্রচার করে থাকে। এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে
পেজ প্রোফাইল তৈরি থেকে শুরু করে নিয়মিত আকর্ষক এবং প্রভাবশালী পোস্টগুলো পাবলিশ
করতে হয়।
এই ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া রাইটিং এর কাজগুলো আপনি যদি করতে আগ্রহী হন তাহলে Linkedln , Fiverr , Upwork ইত্যাদির মত প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে অভিজ্ঞতা নিতে পারেন ।
আর্টিকেল লিখে ইনকাম করার সাইট
Ordinary It ওয়েবসাইট ঃআর্টিকেল লিখে টাকা ইনকাম করার অন্যতম মাধ্যম বা ওয়েবসাইট হল অর্ডিনারি আইটি ওয়েবসাইট। আপনি যদি ঘরে বসে অনলাইনে বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে চান তাহলে, অর্ডিনারি আইটি পেজে সরাসরি যোগাযোগ করুন।
অর্ডিনারি আইটি বাংলা আর্টিকেল লিখার একটি জনপ্রিয় ওয়েবসাইট । এখানে অনেক
রাইটাররা ঘরে বসে আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নিয়ে থাকে। চাইলে আপনিও
অর্ডিনারি আইডিতে বাংলা আর্টিকেল লিখার জব করতে পারেন ।
Techtunes.io বাংলা আর্টিকেল রাইটিং সাইট ঃযদি আপনি কোন ঝামেলা ছাড়া সরাসরি বাংলা কনটেন্ট লিখে আয় করতে চান তাহলে আপনার জন্য সেরা ওয়েবসাইট হবে "Techtunes" এই ওয়েবসাইটটি । বর্তমান সময়ে অনেকেই নিয়মিত এখানে আর্টিকেল লিখে পাবলিশ করছে এবং টাকা ইনকাম করছে।
নিজের পছন্দমত আপনি যেকোনো আর্টিকেল লিখতে পারবেন। এখানে সুযোগ-সুবিধা অনেক বেশি
দেওয়া হয়। তাই চাইলে আপনি এই ওয়েবসাইটটিতে জবের জন্য আবেদন করতে
পারেন।
Grathor.com বাংলা কন্টেন্ট রাইটিং ঃবাংলা কন্টেন্ট লিখে আয় করার সুযোগ রয়েছে Grathor.com এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে আর্টিকেল লিখে অনেক তাড়াতাড়ি আপনি জনপ্রিয়তা লাভ করতে পারবেন। এখানে আপনার আর্টিকেল লেখার কোয়ালিটির উপর আপনাকে পেমেন্ট করবে।
আপনি যত শব্দের আর্টিকেল লিখে দিবেন সেই হিসেবে আপনাকে পেমেন্ট প্রদান করবে। আর আপনার আর্টিকেল যদি ১০০% অরিজিনাল হয় , তাহলে আপনাকে কাজ দিবার চাহিদা বেশি থাকবে।
যেসব বিষয়ে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন
বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি নিশ নির্বাচন করতে হবে। কোন বিষয়গুলো আপনাকে ভালো লাগে কোন বিষয় নিয়ে লিখতে ভালো লাগে সেই নিস গুলো পছন্দ করুন। আমার পরামর্শ মতে র্যানডম নিশ নিয়ে কাজ করা উচিত। কেননা র্যানডম নিশ নিয়ে আপনি সব ধরনের কনটেন্ট লিখতে পারবেন। আপনি যদি একজন দক্ষ আর্টিকেল রাইটার হতে চান তাহলে আপনাকে কমবেশি প্রতিদিন ১ থেকে ২টা আর্টিকেল লিখতেই হবে।
সেই ক্ষেত্রে আপনার র্যানডম নিশ নিয়ে কাজ করা সবচেয়ে কার্যকরী হবে। এতে আপনার
অভিজ্ঞতা বাড়বে এবং লেখালেখি করতেও ভালো লাগবে। তাহলে চলুন কোন কোন বিষয়
নিয়ে কন্টেন্ট লিখতে পারবেন সেই নিশগুলো সম্পর্কে জেনে আসি ।
1. অনলাইন ইনকাম
2. লাইফ স্টাইল
3. চাকুরীর খবর
4. প্রবাসী গাইডলাইন
5. কৃষি বিষয়ক তথ্য
6. বিদেশ ভ্রমণ
7. পর্যটক কেন্দ্র
8. তথ্যপ্রযুক্তি
9. পড়াশুনার খবর
10. সমকালীন তথ্য
11. ক্যালেন্ডার
12. ছন্দ কবিতা-স্ট্যাটাস
13. খেলাধুলা ও ব্যায়াম
14. ইসলামিক পোস্ট
15. টিপস ও ট্রিকস
উপরে উল্লেখিত নিশ গুলো নিয়ে আপনি নিয়মিত কনটেন্ট লিখতে পারবেন। কন্টেন্ট লেখার সময় অবশ্যই কপিরাইট এড়িয়ে চলুন এবং AI এর সাহায্য না নিয়ে নিজে নিজে কন্টেন্ট লিখুন ।
আরো পড়ুন ঃ অনলাইনে ঘরে বসে ইনকাম করার ১০টি উপায়
বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ
Research skills :বাংলা আর্টিকেল লিখার জন্য ক্লাইন্টেরা যখন আপনাকে কোন টপিক দিবে, তখন সেই টপিক রিলেটেড বিভিন্ন রিসার্চ গুলো আপনাকে করতে হবে। এছাড়া একটি আকর্ষণীয়, তথ্যবহুল আর্টিকেল লেখার জন্য আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে। রিসার্চ ছাড়া একটি বিষয় নিয়ে আপনি কখনো একটি আর্টিকেল সম্পূর্ণ করতে পারবেন না।
যার ফলে আপনাকে একজন কন্টেন্ট রাইটার হিসাবে প্রস্তুত হবার জন্য প্রথমে আপনার রিসার্চ স্কিল বাড়াতে হবে । এজন্য অনলাইনে কিভাবে মে রিসার্চ করতে হয় নতুন নতুন তথ্যগুলো খুঁজে বের করতে হয় সেই বিষয়ে আপনার অবশ্যই জ্ঞান থাকা লাগবে ।
Original Content :একজন দক্ষ কন্টেন্ট রাইটার হতে গেলে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট লিখতে হবে। আপনি হয়তো ভাবছেন , অন্যের ওয়েবসাইট থেকে ব্লগ বা আর্টিকেল গুলো কপি করে এনে ক্লায়েন্টদের জমা দিবেন বা AI দিয়ে কন্টেন্ট লিখে জমা দিবেন, এটা কোনভাবে সম্ভব নয়।
AI দিয়ে কন্টেন্ট লিখলে আপনার কন্টেন্ট গুগলে র্যাংক করবে , কিন্তু সেটা থেকে কোন ইনকাম আসবেনা। এজন্য আপনাকে অবশ্যই অরিজিনাল আর্টিকেল লেখার কৌশল ও দক্ষতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই আপনি ধীরে ধীরে একজন দক্ষ কন্টেন্ট রাইটার হয়ে উঠবেন ।
Target Different Topis :বাংলা কন্টেন্ট লিখার জন্য আপনাকে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে বা টপিক নিয়ে লিখতে হবে । কখনোই এক টপিক বা এক বিষয় নিয়ে লেখা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আলাদা আলাদা কন্টেন্ট লেখার কৌশল জেনে থাকা দরকার।
মানে, আপনি যদি শুধুমাত্র একটি টপিক নিয়েই আর্টিকেল লিখে থাকেন, সে ক্ষেত্রে
তুলনামূলক আপনার রাইটিং প্রজেক্ট কম পাবেন। যার ফলে ইনকামও কম হবে।
আরো পড়ুন ঃ ডিজিটাল মার্কেটিং শিখতে কতো দিন সময় লাগে
একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, আর্টিকেল শুধুমাত্র লিখতে জানলেই হবে না, একটি সেরা আর্টিকেল কিভাবে লিখতে হয় সব বিষয়ে নজরদারি করতে হবে। এমনকি গুগলের চোখে বেস্ট আর্টিকেল হলো seo ফ্রেন্ডলি আর্টিকেল। আপনাকেও সমস্ত আর্টিকেল গুলো seo ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে ।
কিভাবে একটি আকর্ষণীয় আর্টিকেল লিখতে হয়
1. পোষ্টের টাইটেল বা শিরোনাম ৫ থেকে ৮ শব্দের মধ্যে হতে হবে।
2. পোস্টের টাইটেল লোভনীয় করে লিখতে হবে।
3. পোস্টের শুরুতে একটি ভূমিকা বাটন বানাতে হবে।
4. ভূমিকা বাটন এর মধ্যে সর্বোচ্চ ৫ টি শব্দ ব্যবহার করা যাবে।
5. ভূমিকার মধ্যে অন্য পোস্টের ফোকাস কি ওয়ার্ড বসাতে হবে।
6. মেটার ডেসক্রিপশন বা ভূমিকা ৪ লাইন লিখতে হবে।
7. পেজ সূচিপত্র বানাতে হবে সর্বনিম্ন ১০ টি প্রয়োজনীয় হেডিং দিতে হবে।
8. প্রতিটি হেডিং ৫ থেকে ৮ শব্দের মধ্যে হতে হবে।
9. প্রতিটি হেডিং এর নিচে সর্বোচ্চ ৫ টি প্যারা ব্যবহার করা যাবে।
10. প্রতিটি পোস্টে ৪ টি " আরো পড়ুন " সেকশন ব্যবহার করতে হবে।
11. প্রতিটি লিখা জাস্টিফাই ফরমেট থাকতে হবে।
12. শেষ কথা বা উপসংহার লিখে সর্বনিম্ন দুইটি প্যারা লিখতে হবে।
13. প্রতিটি পোস্ট সর্বনিম্ন ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।
14. প্রতিটি পোস্টে তিনটি ফিচার ইমেজ ব্যবহার করতে হবে।
15. প্রতিটি ইমেজ AI দিয়ে বানাতে হবে।
16. অন্য কোথাও লিখে রেখে সেটা কপি করে পেস্ট করে পাবলিশ করা যাবে না।
17. কন্টেন্টটি অবশ্যই plagariasm হতে হবে ১০০%।
উপসংহার ঃ বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার উপায়
অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার অন্যতম মাধ্যম হলো বাংলা আর্টিকেল লিখে টাকা
ইনকাম করা। যেকোনো বয়সের মানুষ এই কাজ ঘরে বসে করতে পারে। তাই বর্তমান যুগে এই
কাজের চাহিদা বেড়ে গেছে বহুৎ গুনে। চাইলে আপনিও এই কাজ করে ঘরে বসে ইনকাম
করতে পারেন।
তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন কন্টেন্ট বা আর্টিকেল লিখে আপনার ইনকাম তখনই
শুরু হবে তখন আপনি লেখালেখির কৌশল সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখবেন । তাই কোন কাজ
করার আগে অবশ্যই আপনাকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। চাইলে আপনি নিজের ওয়েবসাইট
বানিয়েও বাংলা আর্টিকেল লিখে পোস্ট করে গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন ।
প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়েছেন। আর এই আর্টিকেলটি যদি আপনি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝে গেছেন বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার উপায় ও কৌশল গুলি সম্পর্কে । তাহলে আর দেরি কেন ঘরে বসে ইনকাম করার আরেকটি সুযোগ হাতছাড়া না করে আজই আপনি বাংলা আর্টিকেল লিখে আয় করার মাধ্যমগুলি অবলম্বন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url