অনলাইনে গুগল থেকে টাকা ইনকাম করার ৮ টি উপায়

   বর্তমান যুগে আমরা সবাই অনলাইনের ওপর নির্ভরশীল। একটু চেষ্টা এবং পরিশ্রম করলে আপনি ঘরে বসে থেকে অনলাইনের  মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন কাজগুলো আপনি পার্ট টাইম জব হিসাবে বেছে নিতে পারেন।

অনলাইনে-গুগল-থেকে-টাকা-ইনকাম-করার-৮-টি-উপায়

গুগলের এমন অনেক গুলি tools, service, platform রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি, আমি সকলের টাকা ইনকাম করতে পারব। তবে আমরা হয়তোবা কৌশল গুলো জানি না যে কোন কৌশল অবলম্বন করলে আমরা গুগল থেকে টাকা ইনকাম করতে পারব। তাই আজ আমরা সে সম্পর্কে জানবো।

পেজ সুচিপত্রঃঅনলাইনে গুগল থেকে টাকা ইনকাম করার ৮ টি উপায়

অনলাইনে google থেকে টাকা ইনকাম করার উপায়

গুগলের একাধিক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে আমরা অনলাইনে টাকা ইনকাম করতে পারি । গুগল কি ? গুগল চিনিনা এমন মানুষ পাওয়া দুঃস্থকর। বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ টাকা ইনকামের জন্য গুগল এর প্ল্যাটফর্ম গুলো বেছে নিচ্ছে। 

তাই দেরি না করে আপনিও গুগল থেকে ইনকাম শুরু করতে পারেন। তবে কিভাবে টাকা ইনকাম করব বা কোন উপায়ে করবো হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে। তাই আমরা আজ গুগল থেকে কোন কোন মাধ্যম গুলোর কোন কোন উপায়ে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে আলোচনা করব।

Google থেকে টাকা ইনকাম করার ৮টি মাধ্যম

  1. Blogging করে আয়
  2. YouTube channel থেকে আয়
  3. Google play store
  4. Google adsense
  5. Google Opinion Rewards
  6. Google pay
  7. Google maps
  8. Google ads

Blogging করে টাকা ইনকাম

 অনলাইনে গুগল থেকে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ব্লগিং ওয়েবসাইট। গুগলের মধ্যে Blogger হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকে একটি করে নিজের ব্লগিং ওয়েবসাইট একাউন্ট খুলতে পারে খুব সহজে।

আপনার শুধু একটি Gmail account থাকা লাগবে। তাহলে আপনি একটি ব্লগার একাউন্ট খুলতে পারবেন।

ব্লগার বা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে একটি Domain কিনতে হবে। ব্লগার ওয়েবসাইটে Domain কিনলে সাথে হোস্টিং ফ্রি পাবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসে ডোমেন কিনলে আপনাকে ডোমেন হোস্টিং দুইটাই কিনা লাগবে। এক বছর পর আবার আপনাকে রিমুভ করতে হবে টাকা দিয়ে।

আপনার যদি লেখালেখি বা content writing এ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে ভালো মানের কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আনতে পারবেন। আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে গুগল এডসেন্স থেকে তত বেশি ইনকাম করতে পারবেন।

অনলাইন ব্লগ থেকে টাকা ইনকাম করার উপায়

১. প্রথম ধাপ হলো আপনার যদি একটি Gmail  অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা জিমেইল একাউন্ট খুলে নিন।

২. Blogger .com ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করে "creat your blog" এ ক্লিক করুন।
তারপর ব্লগের  title, Domain name বা URL address সঠিকভাবে বসিয়ে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিন।

৩. ডিজাইন করলে সবকিছু দেখতে ভালো লাগে তাইনা? তার জন্য আপনার ব্লগটিকে বা ওয়েবসাইট থেকে একটি সুন্দর থিম (theme) নিয়ে কাস্টমাইজ করে নিবেন। ব্লগে অবশ্যই SEOফ্রেন্ডলি থিম বসাবেন।

৪. theme সেটআপ হয়ে গেলে এখন আপনি ভালো ভালো content publish করুন। 

৫. আর্টিকেল লেখার সময় অবশ্যই on-page SEO এর ব্যবহার করবেন। এজন্য অবশ্যই আপনাকে SEO জানা লাগবে। তাহলে আপনার ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি গুগলে রাঙ্কিং করবে।

৬. আপনার ওয়েবসাইটে যখন ভালো পরিমাণ ট্রাফিক আসা শুরু করবে তখন আপনার ব্লগে মনিটাইজ করার জন্য গুগল এপ্লাই( Apply) করবেন।

৭. গুগল এডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার আর্টিকেলগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।

অতএব আপনি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে ব্লগার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়। আপনার মেধা আর পরিশ্রমের মাধ্যমে ব্লগার ওয়েবসাইট থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হবেন।

ইউটিউব (You tube)থেকে টাকা ইনকাম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে একটি হলো You tube. Blogging এর পরে গুগল থেকে টাকা ইনকাম করা সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট।

শুধু তাই নয় ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি। আজকাল মানুষ  যে কোন সমস্যাই পড়লেই ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ভিডিও দেখে নেই।

আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে নিবেন। তারপর নিয়মিত বিভিন্ন বিষয়ে ভিত্তিক ভিডিও আপলোড করবেন।

ভালো মানের ভিডিও আপলোডের মাধ্যমে আপনার পরিচিতি বাড়বে। আর যখন আপনার ভিডিওগুলি অনেক View হবে এবং Share হবে তখন আপনি হয়ে উঠবেন একজন "Successful You tuber".

এরপর আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল এডসেন্স এর সাথে Connect করতে পারবেন You tube partner program এ যুক্ত হওয়ার মাধ্যমে। এরপর আপনার চ্যানেলের ভিডিওগুলি  video advertisements দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

ইউটিউব (You tube) থেকে টাকা ইনকাম করার উপায়

১. সর্বপ্রথম ধাপ হলো আপনাকে ইউটিউবে একটি চ্যানেল (channel)খুলতে হবে।

২. দ্বিতীয়ত আপনার চ্যানেলটির সুন্দর একটি নাম দিন।

৩. তৃতীয়ত চ্যানেলটিকে সুন্দর মত সাজানো যেমন একটি logo দিবেন logoটা যেন আপনার চ্যানেলের নামের প্রথম অক্ষর হয়। তারপর চ্যানেল আর্ট এবং চ্যানেল ডিসক্রিপশন ভোরে কিছু সাধারণ সেটিংস করে নিবেন ।

৪.চ্যানেল কাস্টমার করা হয়ে গেলে ভালো মানের ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করুন।

৫. আপলোড করা ভিডিওতে সঠিক title ব্যবহার করুন তার সাথে Discriptionঅবশ্যই দিবেন।

৬. আপলোড করা ভিডিওগুলোতে আকর্ষণীয় thumbnail ব্যবহার করুন।

৭. নিজের ইউটিউব ভিডিওতে SEO  র ব্যবহার করবেন।

৮. You tube থেকে আয় করার জন্য আপনার চ্যানেলের ভিডিও  ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম এবং ১০০০ subscriber থাকতে হবে।

 ৯. এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওগুলি you tube এবং google এডসেন্স এর সাথে connect করতে পারবেন তার মানে এখন আপনি গুগল এডসেন্স মনিটাইজেশন এর জন্য Apply করতে পারবেন।

১০. তারপর আপনার চ্যানেলের ভিডিওগুলি যদি ইউটিউব গুগল এডসেন্সে নিয়ম-কানুন মেনে আপলোড করা হয়ে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই "Adsense" দ্বারা আপনার চ্যানেলটি Approve করে দিবে।

১১. চ্যানেল approve হওয়ার পর আপনার চ্যানেলে আপলোড করা ভিডিও গুলিতে এডসেন্স দ্বারা বিজ্ঞাপন ads দেখানো হবে।

১২. এখন আপনি নিজের ভিডিও গুলিতে google adsense এর মাধ্যমে বিজ্ঞাপন (advertisements) দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

জেনে থাকা ভালো you tube এবং google এডসেন্স দুটোই কিন্তু google কোম্পানির সার্ভিস । এ নিয়ম গুলির মাধ্যমে আপনারা you tube থেকে এডসেন্স এর মাধ্যমে গুগল থেকে টাকা আয় করতে পারবেন।

Google play store থেকে ইনকাম

আমরা যারা Android smart phone ব্যবহার করি তারা অবশ্যই google play store এর সাথে পরিচিত। কেননা এন্ড্রয়েড ফোনে কোন app ডাউনলোড করতে গেলে প্রথমে আমার একটি প্লে স্টোর app দরকার হয়। তাই আমরা  সকলের কাছেই খুব পরিচিত ও জনপ্রিয় app হলো google play store.

কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা এই গুগল প্লে স্টোর থেকে টাকা ইনকাম করা যায়। আপনি যদি একজন অভিজ্ঞ app developer হন তাহলে গুগল প্লে স্টোর এর মাধ্যমে অ্যাপ ডেভেলপার হিসেবে আপনার পরিচিতি বাড়বে এবং সারা বিশ্বের কাছে আপনি আপনার দক্ষতা ও প্রতিভা দেখাতে পারবেন।

 গুগল প্লে স্টোর হল একটি ডিজিটাল স্টোর যেখানে আপনি অ্যাপ , গেম ,নাটক, মিউজিক ,সিনেমা এবং আরো অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারবেন।

এই জন্য  গুগল প্লে স্টোরকে একটি perfect place হিসাবে ধরা যেতে পারে।

অনলাইনে-গুগল-থেকে-টাকা-ইনকাম-করার-৮-টি-উপায়

Google play store থেকে ইনকাম করার উপায়

১. গুগল প্লে স্টোর থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি Google play console একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট করার জন্য আপনাকে গুগলকে ২৫ ডলার দিতে হবে।

২. গুগল প্লে কনসোলে কাউন্ট খোলার পর আপনাকে android app বানাতে হবে। আপনি যদি নিচে একজন app ডেভেলপার হন তাহলে নিজেই বানাবেন। আর যদি না হন তাহলে আপনি কারো   মাধ্যমে বানিয়ে নিতে পারেন। 

৩. app বানানোর পর আপনাকে গুগল admob একাউন্ট খুলতে হবে।

৪. একাউন্টের সাথে connect করতে হবে এবংadmob এর বিজ্ঞাপন সেট করতে হবে।

৫. এরপর আপনার app টি গুগল প্লে স্টোরে আপলোড করতে হবে এবং approve  এর জন্য অপেক্ষা করতে হবে।

৬. approve হয়ে গেলে search দিলে আপনার app টি গুগল প্লে স্টোরে চলে আসবে।

৭. এরপর যত বেশি আপনার app download করে install হবে তত বেশি আপনার ইনকাম বাড়বে।

এভাবে অ্যাপ তৈরি করে প্লে স্টোরে connect করে আপনি যত বেশি আপনার app ডাউনলোড করে install করাতে পারবেন তত বেশি আপনার ইনকাম বাড়তে থাকবে। তাই বলা যাই অনলাইনে ইনকাম করার জন্য গুগল প্লে স্টোর খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

Google adsense এর মাধ্যমে ইনকাম

প্রথমে আমরা জানব google adsense কি? গুগল হলো একটি বিজ্ঞাপন প্রোগ্রাম, যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইট বা blogপোষ্টে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন। যখন কোন ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করবে বা কোন পোস্টে ক্লিক করবে তখনই তার সামনে একটি add চলে আসবে, সে add দেখানোর মাধ্যমে আপনি ডলার পাবেন।

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শিখতে কতো দিন সময় লাগে

 যত বেশি ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন।

Google adsense থেকে টাকা ইনকাম করার উপায়

১. প্রথম স্টেপ ,প্রথমে আপনাকে নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। এজন্য আপনি ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর মতো প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন।


২। দ্বিতীয় স্টেপ হলো আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেলে এখন আপনি নিয়মিত ভালো মানের আর্টিকেল লিখে  publish করতে পারবেন। নিজের ইচ্ছামত ভালো কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখুন।


৩. তৃতীয় স্টেপ হলো এবার আপনাকে আপনার ব্লগার ওয়েবসাইটের প্রচুর ট্রাফিক বা ইউজার নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আপনাকে SEO এর ব্যাপারে ভালোমতো শিখতে হবে এবং গুগল সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক নিয়ে আসতে হবে।


৪. ব্লগে নিয়মিত ৬০০ থেকে ১০০০ ইউনিক ইউজার আসতে শুরু করলে আপনি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করে নিবেন।


৫. এডসেন্স একাউন্ট তৈরি করার পর আপনার নিজের ওয়েবসাইটে তৈরি করা গুগল এডসেন্স একাউন্টের সাথে  connect করতে হবে। এক্ষেত্রে এডসেন্স এর পক্ষ থেকে আপনাকে একটি HTML কোড দিবে যেটি আপনার ওয়েবসাইটের হেড সেকশনে পেস্ট করতে হবে।


৬. তৈরি করার পর ওয়েবসাইট এডসেন্স একাউন্টের সাথে কানেক্ট হয়ে গেলে এখন যত বেশি আপনার ভিজিটর হবে তত বেশি আপনার ইনকাম হবে।

Google opinion Rewards থেকে টাকা ইনকাম

গুগল প্লে স্টোরে থাকা app গুলোর মধ্যে Google opinion rewards  হলো অন্যতম app. এখানে আপনি সার্ভে গুলো কমপ্লিট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

যেকোনো প্লে স্টোর থেকে app ডাউনলোড করে খুব সহজে সার্ভে গুলো পূরণ করে গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন।

Google opinion Rewards থেকে টাকা ইনকাম করার উপায়

১. গুগল প্লে স্টোর থেকে আপসটি ডাউনলোড করুন।

২. ডাউনলোড করা হয়ে গেলে app টি ওপেন করে গুগল একাউন্ট দ্বারা login করুন। login করার সময় আপনার সম্পর্কে বেসিক ইনফরমেশন চাওয়া হবে আপনার জন্য উপযুক্ত সার্ভেগুলো প্রদান করার জন্য। তাই login করার সময় অবশ্যই আপনি আপনার সঠিক তথ্য গুলি দিবেন।

৩. নিজের মোবাইল বা কম্পিউটারে app টি ওপেন করে Google opinion Rewards একাউন্ট করে নিন।

৪. এরপর যখন নতুন কোন সার্ভে প্রদান করবে তখন আপনাকে নোটিফিকেশনের  মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর থেকে আপনি যখনই নোটিফিকেশন পাবেন তখন ঐ app টি ওপেন করে সার্ভে complete করে নিবেন।

৫. সার্ভে কমপ্লিট করার মাধ্যমে আপনি গুগল প্লে ক্রেডিট পেয়ে যাবেন।

৬. এসব গুগল প্লে ক্রেডিট ব্যবহার করে প্লে স্টোর থেকে বিভিন্ন app, games এবং বিভিন্ন content গুলোকে purchases করতে পারবেন।

Google pay থেকে টাকা ইনকাম 

google pay আমরা শুধুমাত্র একটি পেমেন্ট অ্যাপ হিসাবে চিনি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা বর্তমান সময়ে google pay থেকেও টাকা ইনকাম করা যায়। তবে এর জন্য অবশ্য আপনাকে google pay account করা লাগবে।

তাই গুগল পে থেকে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে প্রথমে একটি একাউন্ট করে নিতে হবে।

Google pay থেকে টাকা ইনকাম করার উপায়

১. Refferals: google pay রেফার করে টাকা ইনকাম করা একটি দারুণ app। হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব , আপনি যদি আপনার পরিচিতদের কাছে একটি google payরেফার করেন তাহলে আপনি প্রতি রেফারে ১০০ থেকে ১৫০ টাকা করে ইনকাম করতে পারবেন।

এভাবে করে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করবেন।

২. Cash back offer: google pay থেকে টাকা আয় করার আরেকটি চমৎকার উপায় হল cashback offer. এই app থেকে শপিং করে পেমেন্ট করলে ক্যাশব্যাক পাবেন। এভাবেই আপনি ক্যাশব্যাক অফার থেকে ইনকাম করতে পারবেন।

৩. scratch cards: google pay থেকে টাকা ইনকাম করার আরেকটি মাধ্যম হলো scratch cards .google pay থেকে টাকা লেনদেন করার সময় আমাদের এই scratch কার্ড দিয়ে দেওয়া হয় এগুলো scratch করলে আমরা সামান্য কিছু এমাউন্ট পেয়ে থাকি।

আর এভাবে আপনিও scratch cards দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

Google maps থেকে টাকা ইনকাম 

সাধারণত Google maps বলতে আমরা লোকেশন বা খোঁজার মাধ্যম হিসেবে জানি। তবে আপনি যদি গুগলের কোন একটা সার্ভিস বা প্লাটফর্ম নিয়ে টাকা ইনকাম করতে চান তবে গুগল ম্যাপ টাকা ইনকাম করার জন্য অন্যতম একটি মাধ্যম হবে আপনার জন্য।

Google maps থেকে টাকা ইনকাম করার উপায়

১. আপনি যদি ভালো ডিজিটাল মার্কেটর হন তাহলে আপনার জন্য খুব সহজ হবে এই Google maps থেকে টাকা ইনকাম করা।

২. Google maps ওপেন করার পর আপনারা সেখানে নানা ধরনের registered business করে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার পেয়ে থাকেন। সে নাম্বারটা কাজে লাগিয়েও আপনি google ম্যাপস থেকে টাকা ইনকাম করতে পারবেন।

৩. ধরুন ,আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এর দক্ষ ব্যক্তি হন বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার দক্ষতা থাকে তাহলে আপনার নিশ্চয় জানা আছে কিভাবে ম্যাপে লিস্টিং করতে হয় এবং seo  বাড়াতে হয়।

৪. তাহলে আপনি Google maps এ দেখানো মালিকদের সাথে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে তাদের ব্যবসার লিস্টিং গুলি অপটিমাইজ করতে হবে এবং তাদের রেটিং গুলো বাড়াতে হবে।

এভাবে আপনি তাদের ব্যবসা বাড়াতে পারবেন গুগল ম্যাপে প্রচুর গ্রাহক পাবেন । তাদের বিনিময়ে তাদের থেকে টাকা চার্জ করতে পারবেন।

আরো পড়ুনঃ ঘরে বসে অ্যাসাইনমেন্ট  লিখে ইনকাম করার উপায়

Google ads থেকে টাকা ইনকাম

বিশ্বের সবচাইতে বড়ো কোম্পানি গুগলের একটি অনলাইন বিজ্ঞাপনের প্লাটফর্ম হলো Google ads. Ads দেখানোর মাধ্যমে বড়ো বড়ো কোম্পানি গুলো তাদের পণ্যের প্রচার করে থাকে।

আপনি যদি Google ads এর মাধ্যমে ইনকাম করতে চান তবে আপনার জন্য Google ads সবথেকে কার্যকর হবে ।

Google ads থেকে প্রতিদিন মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।আপনি ও চাইলে অনলাইনে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন।

অনলাইনে-গুগল-থেকে-টাকা-ইনকাম-করার-৮-টি-উপায়

Google ads থেকে টাকা ইনকাম করার উপায়

১. ফ্রিল্যান্সিং করে ইনকাম ঃ বর্তমানে  ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় প্রতিষ্ঠান ।ঘরে বসে  ফ্রিল্যান্সিং শিখে আপনি ও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর একটি জনপ্রিয় সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং ।বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা সবার শীর্ষে ।

বিভিন্ন ব্যবসায়ী ও কোম্পানির মালিকেরা প্রতিদিন লক্ষ লক্ষ জব অফার করে থাকে । ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের পণ্যের প্রচার করে থাকে।যার মাধ্যমে তারা অনেক গ্রাহক পায়।

তাহলে আপনিও যদি চান ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হয়ে ঘরে বসে এমন জব করতে পারবেন।তবে এখানে প্রতিযোগিতা অনেক । টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।

২. এফিলিয়েট মার্কেটিংঃ এফিলিয়েট মার্কেটিং করেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন । আর গুগল এডস এর দ্বারা আপনি নিজের ব্লগ পোস্ট ,ইউটিউব ভিডিও এর মাধ্যমে মানুষের কাছে পণ্যের প্রচার প্রসার করতে পারবেন।এভাবেই একদিন জনপ্রিয়তার শীর্ষে পোঁছে যাবেন।

৩. নিজের পণ্যের প্রচারঃ যদি আপনার কোন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে Google ads এর মাধ্যমে পণ্যের প্রচার করতে পারবেন।গুগল এডস এর মাধ্যমে আপনি তাড়াতাড়ি অসংখ্য গ্রাহক পাবেন।

উপসংহার ঃ অনলাইনে গুগল থেকে টাকা ইনকাম করার ৮ টি উপায়

ইন্টারনেটের প্রায় ৯০ ভাগ জায়গা দখল করে আছে গুগল কোম্পানি ।আর টাকা ইনকাম করার জন্য গুগল অন্যতম প্লাটফর্ম। উপরে বর্ণনা করা উপায় গুলোর মাধ্যমে আপনি ও আয় করতে পারবেন।  blogger website , you tube, google play store এর মতো প্লাটফর্ম গুলোর মাধ্যমে আপনিও ঘরে বসে অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

তবে এই লাইনে আসলে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে।কেননা দুইদিনে আপনি রাতারাতি বড়ো লোক হতে পারবেন না।এ জন্য আপনাকে প্রচুর শ্রম ও সময় দুটোই দিতে হবে।আশা করি বুজতে পারেছেন।কোন কিছু করার আগে অবশ্যই আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url